গত বছরের মার্চে পিঠের চোটের কারণে অস্ত্রোপচার করিয়েছিলেন যশপ্রীত বুমরা। একই জায়গায় আবারও চোট পেলে তার ক্যারিয়ার হুমকির মুখে পড়তে পারে বলে মনে করেন নিউজিল্যান্ডের সাবেক পেসার শেন বন্ড। নিজের ক্যারিয়ারও পিঠের চোটে শেষ হওয়ায় বিষয়টি ভালোভাবেই বোঝেন তিনি। মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ থাকার সুবাদে বুমরাকে কাছ থেকে দেখেছেন বন্ড। তাই বিসিসিআইকে সতর্কবার্তা দিয়েছেন এই সাবেক গতিতারকা।
সর্বশেষ জানুয়ারিতে সিডনি টেস্টে খেলেছিলেন বুমরা। ম্যাচের দ্বিতীয় দিনে স্ক্যানের জন্য মাঠ ছাড়ার পর থেকে তাকে আর খেলতে দেখা যায়নি। প্রথমে এটি সাধারণ ব্যথা বলে মনে করা হলেও পরে নিশ্চিত হওয়া যায়, এটি স্ট্রেস-রিলেটেড চোট। ফলে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেননি। বর্তমানে বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি, তবে কবে মাঠে ফিরবেন তা অনিশ্চিত।
বন্ডের মতে, টি-টোয়েন্টি থেকে সরাসরি টেস্ট খেলা ফাস্ট বোলারদের জন্য ঝুঁকিপূর্ণ, যা বুমরার ক্ষেত্রেও উদ্বেগের কারণ হতে পারে। আইপিএলের মাত্র এক মাস পর ভারতকে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে হবে। তাই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ওপর জোর দিতে বলেছেন বন্ড।
তিনি মনে করেন, বুমরাকে ইংল্যান্ড সিরিজে টানা দুটি টেস্টের বেশি খেলানো উচিত নয়। কারণ, আইপিএল শেষে হঠাৎ টেস্ট খেলা বড় ঝুঁকির বিষয়। ভারতের আগামী বিশ্বকাপ পরিকল্পনার জন্য বুমরাকে সঠিকভাবে সামলানো জরুরি বলে মত দিয়েছেন এই কিউই পেসার।