শেষ পর্যন্ত বোলিং অ্যাকশনের শুদ্ধতা প্রমাণ করেই নিষেধাজ্ঞা মুক্ত হলেন সাকিব আল হাসান। তৃতীয় দফায় পরীক্ষা দিয়ে আবারও স্বীকৃত ক্রিকেটে বল করার অনুমতি পেলেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তৃতীয়বারে মিললো সাফল্য
বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৯ মার্চ ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশন পরীক্ষা দেন সাকিব। সর্বশেষ মূল্যায়নে দেখা গেছে, তার অ্যাকশন এখন বৈধ। ফলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) সাকিবের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এবং তিনি এখন ইসিবির অধীনে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে পারবেন।
এক বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান
২০২৩ সালের সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি ম্যাচ খেলতে গিয়েই বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে জড়ান সাকিব। সেই ম্যাচে দুর্দান্ত বোলিং করেও পরে জানতে পারেন, তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছে।
এরপর আইসিসি অনুমোদিত ল্যাবে পরীক্ষা দিয়ে ব্যর্থ হন সাকিব। প্রথমে লাফবরো বিশ্ববিদ্যালয়ে ও পরে চেন্নাইয়ে পরীক্ষায় পাশ করতে পারেননি তিনি। ফলে ইসিবি তার বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করে।
তবে এবারের পরীক্ষায় সফল হয়ে আবারও বোলিং করার অনুমতি পেলেন তিনি। বিসিবি জানিয়েছে, ইসিবি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি জানাবে।
দীর্ঘ এক বছরের ধাক্কা পেরিয়ে সাকিব কি ফিরতে পারবেন পুরনো ছন্দে? সেটা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা!