ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে বাড়ছে অস্বস্তি। স্প্যানিশ গণমাধ্যম ‘স্পোর্ট’ জানিয়েছে, সতীর্থ লুকা মদ্রিচসহ বেশ কয়েকজন খেলোয়াড় ভিনিসিয়ুসের আচরণে বিরক্ত। সম্প্রতি লেগানেসের বিপক্ষে ৩-২ গোলে জয়ের ম্যাচে রক্ষণে মদ্রিচকে বারবার আড়াল দিতে হয়েছে ভিনিসিয়ুসকে।
এ ছাড়া ম্যাচ শেষে ড্রেসিংরুমে কারও সঙ্গে কথা না বলে বেরিয়ে যান ভিনিসিয়ুস। দাবি করা হচ্ছে, ব্যালন ডি’অর পুরস্কার ম্যানচেস্টার সিটির রদ্রির কাছে হারানোর পর থেকেই ভিনিসিয়ুসের মনোভাবে পরিবর্তন এসেছে। রিয়ালের অনেকে তার ফর্ম ও মাঠের বাইরের আচরণে ধৈর্য হারাচ্ছেন।
২০২৫ সালের নভেম্বরে শেষবার লা লিগায় গোল করেছিলেন ভিনিসিয়ুস। এরপর ৯ ম্যাচে মাত্র দুটি গোল করেছেন তিনি। এ অবস্থায় রিয়াল মাদ্রিদ তার সঙ্গে নতুন চুক্তির চেষ্টা চালালেও প্রথম প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে। ক্লাবের একটি অংশ মনে করছে, তাকে বিক্রি করাই সবার জন্য লাভজনক হবে।
এদিকে এক নাম না জানা সউদি ক্লাব ভিনিসিয়ুসের জন্য €৩০০ মিলিয়ন অফার করার ইচ্ছা প্রকাশ করেছে। পাঁচ বছরের জন্য প্রস্তাবিত এই চুক্তিতে বছরে €২০০ মিলিয়ন দিতে রাজি তারা।
ভিনিসিয়ুসের বিকল্প হিসেবে ইতিমধ্যেই রিয়াল মাদ্রিদ স্কোয়াডে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে ও রদ্রিগো। তাই ক্লাবের একটি অংশ ভিনিসিয়ুসকে ছেড়ে অর্থ হাতে নেওয়ার পক্ষে।
মিডউইকে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে ভিনিসিয়ুসের খেলার সম্ভাবনা প্রবল।