Friday, March 28, 2025
spot_img
হোমফুটবলব্রাজিলের জয়খরা কাটানোর মিশনে আত্মবিশ্বাসী রাফিনিয়া

ব্রাজিলের জয়খরা কাটানোর মিশনে আত্মবিশ্বাসী রাফিনিয়া

আর্জেন্টিনার বিপক্ষে দীর্ঘ ছয় বছর ধরে জয়শূন্য ব্রাজিল। তবে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের লড়াইয়ের আগে দারুণ আত্মবিশ্বাসী সেলেসাও তারকা রাফিনিয়া। বার্সেলোনার এই ফরোয়ার্ডের বিশ্বাস, এবার চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে জয় উদযাপন করবে ব্রাজিল।

বিশ্বকাপ বাছাইয়ে আবার মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে আগামী বুধবার বাংলাদেশ সময় সকালে আর্জেন্টিনার মাঠে লড়বে ব্রাজিল। ঐতিহ্যবাহী সুপার ক্লাসিকোর আগে ব্রাজিলিয়ান শিবিরে প্রতিশোধের তাড়না প্রবল। কারণ, ২০১৯ সালের পর থেকে আর্জেন্টিনার বিপক্ষে একবারও জয় পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের সাম্প্রতিক রেকর্ড

২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালে ২-০ গোলে জয় পেয়েছিল ব্রাজিল। তবে এরপর চারবার মুখোমুখি হলেও জয়ের মুখ দেখেনি তারা। তিন ম্যাচে পরাজয় ও এক ম্যাচে ড্র—এই পরিসংখ্যান বদলাতে মরিয়া ব্রাজিলিয়ানরা।

সবশেষ, ২০২৩ সালের নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মারাকানা স্টেডিয়ামে ১-০ গোলে হারে ব্রাজিল। সেই হারের স্মৃতি এখনো দগদগে রাফিনিয়ার মনে।

রাফিনিয়ার লড়াকু মনোভাব

ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওর সঙ্গে এক ইউটিউব আলাপচারিতায় রাফিনিয়া বলেন, এবার কোনোভাবেই হার মেনে নেওয়া যাবে না।

“মারাকানায় আমরা ভালো খেলতে পারিনি, হারতে হয়েছিল। এবার আমাদের জিততেই হবে। চলো, তাদের হারাই—মাঠে ও প্রয়োজনে মাঠের বাইরেও।”

রাফিনিয়ার এমন লড়াকু মন্তব্য ব্রাজিল সমর্থকদের মনে নতুন আশার সঞ্চার করেছে।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments