Thursday, April 3, 2025
spot_img
হোমক্রিকেটভারতীয় বোলারদের আচরণে ‘হুমকির’ অভিযোগ অস্ট্রেলিয়ার কোচের

ভারতীয় বোলারদের আচরণে ‘হুমকির’ অভিযোগ অস্ট্রেলিয়ার কোচের

অস্ট্রেলিয়া কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ভারতের বিরুদ্ধে সিডনি টেস্টের প্রথম দিনে সাম কনস্টাসকে ভয় দেখানোর অভিযোগ তুলেছেন। ম্যাচের শেষ ওভারে উসমান খাজার আউট নিয়ে উদযাপনের সময় ভারতীয় দলের আচরণকে তিনি “হুমকিজনক” বলে আখ্যায়িত করেন।

ওই ঘটনার শুরু হয় খাজার খেলা বিলম্বিত করার প্রচেষ্টায়, যা নিয়ে কনস্টাস ও জাসপ্রিত বুমরাহর মধ্যে উত্তপ্ত কথা কাটাকাটি হয়। আম্পায়ারের হস্তক্ষেপের পরও খাজার শেষ বলের বাইরে খেলায় স্লিপে ক্যাচ দিয়ে আউট হন। বুমরাহ তখন আগ্রাসীভাবে কনস্টাসের দিকে এগিয়ে আসেন।

ম্যাকডোনাল্ড পরে কনস্টাসের সঙ্গে কথা বলে নিশ্চিত হন যে ১৯ বছর বয়সী এই খেলোয়াড় ভারতের আচরণে মনোবল হারাননি। “ওকে জিজ্ঞাসা করেছিলাম ও কেমন আছে। ভারতের উদযাপন একেবারেই ভয় দেখানোর মতো ছিল,” বলেন ম্যাকডোনাল্ড। তবে, আইসিসি এই বিষয়ে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় বিষয়টি ম্যাচ রেফারির উপর ছেড়ে দিয়েছেন তিনি।

কনস্টাস অবশ্য পরদিন সকালে ২৩ রান করে নিজেকে মেলে ধরার চেষ্টা করেন। তবে, মোহাম্মদ সিরাজের বলে স্লিপে ক্যাচ তুলে আউট হন।

ভারতীয় পেসার প্রসিদ্ধ কৃষ্ণ বলেন, “আমরা আক্রমণাত্মক খেলি এবং অন্যদের চ্যালেঞ্জের জবাব দিতেও প্রস্তুত। দল হিসাবে আমাদের একতা দেখানো জরুরি।”

তবে রিকি পন্টিং মন্তব্য করেন, “কনস্টাসকে সেই বিতর্কে জড়ানো উচিত হয়নি। সেটি খাজার লড়াই ছিল। তরুণ খেলোয়াড় হিসেবে ওর দায়িত্ব ছিল পরিস্থিতি সামলে চলা।”

সিডনিতে এই উত্তপ্ত মুহূর্ত বর্ডার-গাভাস্কার ট্রফির প্রতিদ্বন্দ্বিতা আরও রোমাঞ্চকর করে তুলেছে।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments