Sunday, March 30, 2025
spot_img
হোমফুটবলভারত ম্যাচের আগে শীত-সমস্যার মুখে বাংলাদেশ!

ভারত ম্যাচের আগে শীত-সমস্যার মুখে বাংলাদেশ!

ভারতের মাটিতে চ্যালেঞ্জ বরাবরই বেশি। শিলংয়ের ঠাণ্ডা, টার্ফের অস্বস্তি, সময়সূচি বদলের বিড়ম্বনা—সব প্রতিকূলতা পেছনে ফেলেই ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ ফুটবল দল।

গা-গরমে ‘চোর-পুলিশ’ খেলা, হাসিমুখে হামজা!

প্রধান অনুশীলনের আগে খেলোয়াড়দের মধ্যে ছিল আনন্দের রেশ। গা-গরম পর্বে ‘চোর-পুলিশ’ পাসিং ড্রিল চলল, যেখানে ‘চোর’ হলেন হামজা! বেশিক্ষণ অবশ্য তাকে আটকানো যায়নি, তবে যতটুকু সম্ভব, সেই সময়টায় বাকিদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

প্রস্তুতিতে সময়ের বিঘ্ন, শিলংয়ের ঠাণ্ডায় বাংলাদেশ

শনিবার সন্ধ্যায় সাড়ে ছয়টায় অনুশীলনের কথা থাকলেও ভারত দলের সময়সূচির কারণে তা পিছিয়ে সাড়ে সাতটায় নিয়ে যাওয়া হয়। এর মধ্যে শিলংয়ের ঠাণ্ডা আরও বাড়তে থাকে। ফ্লাডলাইটের আলো-আধারী পরিবেশেও প্রস্তুতি চালিয়ে যায় দল।

প্রথম দিন থেকেই মূল মাঠে অনুশীলনের অনুমতি মেলেনি। টার্ফের উপরেই চালানো হচ্ছে অনুশীলন। তবে এসব বাধা নিয়ে চিন্তা করছেন না সহকারী কোচ হাসান আল মামুন। তিনি বলেন—“আমরা ঘাসের মাঠ চেয়েছিলাম, কিন্তু সীমাবদ্ধতার কারণে সেটা পাইনি। তবে এসব নিয়ে ভাবছি না, মনোযোগ অনুশীলনেই।”

শীতের সঙ্গে লড়াই, তবে আত্মবিশ্বাস অটুট!

শীতের তীব্রতায় খেলোয়াড়রা খানিকটা কাবু হলেও দলের আত্মবিশ্বাসে চিড় ধরেনি। গণমাধ্যমের সাথে কথা বলার সময় রাইট ব্যাক সাদউদ্দিন স্বীকার করেন, ঠাণ্ডা বেশি। তবে তার কণ্ঠে ছিল দৃঢ় প্রত্যয়—“এবার হবে।”

এর মানে ২০১৯ সালে সল্টলেকে ভারতের বিপক্ষে যে জয় হাতছাড়া হয়েছিল, এবার সেই ভুল হবে না। সব প্রতিকূলতা জয় করে বাংলাদেশ এবার ইতিহাস গড়তে চায়!

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments