ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দলে নেই লুকাস ভাসকেস।
শনিবার লা লিগার মাদ্রিদ ডার্বিতে খেলতে নেমে ম্যাচের ৮১ মিনিটে ভাসকেসকে তুলে লুকা মদ্রিচকে মাঠে নামান কোচ কার্লো আনচেলত্তি। রোববার রিয়ালের মেডিকেল টিম নিশ্চিত করেছে, তার বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে। ফলে ম্যানচেস্টার সফরের স্কোয়াডে থাকছেন না এই স্প্যানিশ ডিফেন্ডার।
রিয়ালের এক বিবৃতিতে বলা হয়েছে, “লুকাস ভাসকেসের মেডিকেল পরীক্ষায় বাম হ্যামস্ট্রিংয়ে চোট শনাক্ত হয়েছে। তিনি ম্যানচেস্টার যাত্রায় দলের সঙ্গে থাকবেন না। তার পুনর্বাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।”
এর আগে দানি কারভাহাল ও এডার মিলিতাও অক্টোবর-নভেম্বরে দীর্ঘমেয়াদি ইনজুরিতে পড়েন। চলতি বছরের ফেব্রুয়ারিতে আরও বড় ধাক্কা দেয় আন্তোনিও রুডিগার ও ডেভিড আলাবার চোট। এবার ভাসকেস ছিটকে যাওয়ায় নতুন বিপদে পড়েছে লস ব্লাঙ্কোস।
ভাসকেসের অনুপস্থিতিতে আনচেলত্তি হয়তো ফরাসি মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গাকে ডানপ্রান্তের রক্ষণে নামানোর কথা ভাবতে পারেন। আগেও কামাভিঙ্গাকে রক্ষণভাগের বাঁদিকে খেলানো হয়েছিল।