রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়রকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। গত সপ্তাহে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে গোলরক্ষককে আঘাত করার কারণে লাল কার্ড দেখেন ভিনিসিউস। বিষয়টি নিয়ে আপিল করলেও রিয়াল মাদ্রিদ চেয়ে ছিলো নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আশায়। তবে শেষমেশ শাস্তি বহালই রেখেছে আরএফইএফ।
ভিনিসিউসের লাল কার্ডের ঘটনায় কোচ কার্লো আনচেলত্তি তখন বলেছিলেন, ঘটনাটি লাল কার্ড পাওয়ার মতো ছিল না, বরং হলুদ কার্ড হতে পারত। এই যুক্তিতেই আপিল করেছিল রিয়াল। কিন্তু শাস্তি এড়ানো যায়নি। ফলে লা লিগার পরবর্তী দুই ম্যাচ—লাস পালমাস এবং রিয়াল ভ্যালাদোলিদের বিপক্ষে খেলতে পারবেন না ভিনিসিউস।
যদিও ভিনিসিউসের সেই বিতর্কিত লাল কার্ডের ম্যাচে শেষ মুহূর্তে নাটকীয়ভাবে গোল করে জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে ভিনিসিউসকে ছাড়াই এগিয়ে যেতে হবে রিয়ালকে। নিষেধাজ্ঞা শেষ করে স্প্যানিশ সুপার কাপে মায়োর্কার বিপক্ষে মাঠে ফিরবেন এই ২৪ বছর বয়সী ফরোয়ার্ড।
নিষেধাজ্ঞার এই ধাক্কা নিঃসন্দেহে রিয়াল মাদ্রিদের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠবে, তবে ভিনিসিউসের ফর্মে ফিরে আসাটা সান্ত্বনার জায়গা হতে পারে লস ব্লাঙ্কোসদের জন্য।