ভ্যালেন্সিয়ার মাঠে গিয়ে শেষ মুহূর্তের গোলে জয় পেলেও, রিয়াল মাদ্রিদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে ভিনিসিউস জুনিয়রের লাল কার্ড। কিন্তু এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে রিয়াল মাদ্রিদ। কোচ কার্লো আনচেলত্তি আশা করছেন, পরবর্তী ম্যাচের নিষেধাজ্ঞা থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস মুক্ত থাকতে পারবেন।
শুক্রবার রাতে লা লিগার ম্যাচে ভিনিসিউস গোলরক্ষকের মুখে আঘাত করার কারণে লাল কার্ড দেখেন, যার ফলে তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করার কথা। তবে আনচেলত্তি দাবি করেছেন, লাল কার্ডের শাস্তি দেওয়ার কোনো কারণ ছিল না, কারণ সে ফাউলটি হলুদ কার্ডের মতো হওয়া উচিত ছিল। তাই রিয়াল মাদ্রিদ আশা করছে, এই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবে ভিনিসিউস।
২০২২ সালে ভ্যালেন্সিয়ার মাঠে বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন ভিনিসিউস। আনচেলত্তি সেই স্মৃতি তুলে ধরে বলেন, ভিনিসিউস এই ধরনের মানসিক চাপ নিয়ে খেলে, যা অনেক কঠিন। সে নানান অপমান ও আক্রমণের মধ্য দিয়ে গিয়েছে, কিন্তু তারপরও তার সামলানো সহজ ছিল না। আনচেলত্তি যোগ করেন, “সে বিপর্যস্ত ছিল, তবে ক্ষমা চেয়েছে। আমাদের এখন সামনে তাকাতে হবে।”
আগামী সোমবার রিয়াল মাদ্রিদ কোপা দেল রে ম্যাচে চতুর্থ স্তরের দল দেপোর্তিভা মিনেরার বিরুদ্ধে খেলবে। আনচেলত্তি আশা করছেন, ভিনিসিউস নিষেধাজ্ঞা না পাওয়ায় তিনি এই ম্যাচে খেলবেন। তিনি বলেন, “আমরা আশাবাদী যে সে নিষেধাজ্ঞা পাবে না। পরবর্তী ম্যাচে দলের সঙ্গে থিবো কর্তোয়া আর রুডিগার ছাড়া সবাই থাকবে।”