ইংল্যান্ডের পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা জটিলতা যেন রুটিন ঘটনায় পরিণত হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো পেসার শাকিব মাহমুদের নাম।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ড দল কয়েকদিনের মধ্যেই উড়াল দেবে, তবে এখনো ভিসা সমস্যার সমাধান হয়নি শাকিবের।
পাসপোর্ট জমা দেওয়ায় দুবাইতে দলের অনুশীলন ক্যাম্পেও যোগ দিতে পারেননি তিনি। স্কোয়াডে থাকা আদিল রশিদ ও রেহান আহমেদ যথাসময়ে ভিসা পেলেও শাকিবের ক্ষেত্রে সমস্যা জটিল হয়েছে।
ইংল্যান্ডের হয়ে ২৯টি ম্যাচ খেলা শাকিব মাহমুদের এটি হতে পারে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ, যদি ভিসা সমস্যার দ্রুত সমাধান হয়। ইংলিশ বোর্ড অবশ্য আশ্বস্ত করেছে, সিরিজ শুরুর আগেই তার ভিসা জট কাটবে।