বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবার ভ্যালেন্টাইন ডে-তে প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের প্রতি ভালোবাসার বার্তা দিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্পেনে তাদের প্রথম দিককার সময়ের একটি ছবি এবং লিখেছেন, “আমার একমাত্র ভ্যালেন্টাইন”।
২০১৬ সালে স্পেনের মাদ্রিদে এক গুচ্চি ফ্যাশন স্টোরে প্রথম দেখা হয় রোনালদো ও আর্জেন্টাইন-স্প্যানিশ মডেল জর্জিনার। এরপর থেকেই শুরু তাদের প্রেমের যাত্রা। বর্তমানে এই পাওয়ার কাপল সৌদি আরবে বসবাস করছেন, যেখানে রোনালদো আল-নাসরের হয়ে মাঠ কাঁপাচ্ছেন।
দীর্ঘদিন ধরে গুঞ্জন চললেও তারা আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছেন কি না, তা কখনো নিশ্চিত করেননি। তবে রোনালদো ও জর্জিনা সুখেই তাদের সম্পর্ক উপভোগ করছেন। এই জুটির দুই সন্তান রয়েছে, পাশাপাশি জর্জিনা রোনালদোর বাকি তিন সন্তানেরও দেখাশোনা করেন।
বর্তমানে রোনালদো ২০২৬ সাল পর্যন্ত আল-নাসরের সঙ্গে চুক্তি নবায়ন করতে চলেছেন, যার ফলে তিনি সৌদিতেই থাকতে পারেন ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। এখন শুধু সময়ই বলে দেবে, তাদের ভালোবাসার গল্পের নতুন অধ্যায় কবে শুরু হবে!