বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নারীদের জন্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে। চলতি বিপিএল শেষ হওয়ার পরই মেয়েদের জন্য এই প্রতিযোগিতা শুরু হবে। গত মাসে বিপিএলের থিম সং ও মাসকট উন্মোচনকালে জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা ও পেসার জাহানারা আলম মেয়েদের বিপিএল আয়োজনের দাবি জানালে বিসিবি সভাপতি ফারুক আহমেদ তাদের আশ্বাস দিয়েছিলেন। এখন, আনুষ্ঠানিকভাবে তিন দলের অংশগ্রহণে উইমেন’স বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে বোর্ড পরিচালক নাজমুল আবেদিন জানান, তারা দীর্ঘদিন ধরে নারীদের ক্রিকেটকে আরও এগিয়ে নেওয়ার জন্য এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের ভাবনা চিন্তা করছিলেন। এ জন্য তিনটি দল নিয়ে প্রথম আসরটি আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। টুর্নামেন্টটি বিপিএল শেষে ৮-৯ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে।
এছাড়া, ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে থেকে তিনটি দল নেওয়া হবে, যা এখন প্রক্রিয়াধীন। টুর্নামেন্টে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণও থাকবে, তবে প্রতিটি দলে একজনের বেশি বিদেশি ক্রিকেটার অংশ নিতে পারবেন না। দেশের ক্রিকেটারদের জন্য বেশি সুযোগ সৃষ্টি করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
নাজমুল আবেদিন জানান, দলগুলোকে আর্থিক চাপ এড়াতে বিদেশি ক্রিকেটারের সংখ্যা সীমিত রাখা হচ্ছে। তিনি আশা করছেন, এই টুর্নামেন্ট নারীদের ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাবে।