দুর্বার রাজশাহী বিপিএলের দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৬৫ রানে হারিয়েছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নামে রাজশাহী। তবে তাদের ব্যাটিংয়ে কেউই বড় ইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ ৪১ রান আসে রায়ান বার্লের ব্যাট থেকে। ২০ ওভারে ১৮৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় দলটি।
শুরুতে মোহাম্মদ হারিস ও জিসান আলম ২৯ রানের উদ্বোধনী জুটি গড়েন। জিসান ১৮ বলে ২০ রান করে আউট হন। এরপর অধিনায়ক এনামুল হক বিজয় ২২ বলে ৩২ রান করেন। তাকে ফিরিয়ে দেন রুয়েল মিয়া। মাঝপর্বে ঝড় তোলেন রায়ান বার্ল। ২৭ বলে তিন ছক্কা ও এক চারে ৪১ রান করেন তিনি। তবে শেষদিকে আকবর আলী ও মৃত্যুঞ্জয় চৌধুরীর ছোট কিন্তু কার্যকর ইনিংস রাজশাহীকে লড়াই করার মতো পুঁজি দেয়।
জবাবে, সিলেটের ব্যাটিং ব্যর্থ হয়। শুরুতেই পল স্টার্লিং ও রনি তালুকদারকে হারায় তারা। এরপর জাকির হাসান ও জর্জ মানসি ৪৫ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়েন। জাকির ২৮ বলে ৩৯ রান করেন, তবে তার আউটের পর দ্রুতই ম্যাচ থেকে ছিটকে যায় সিলেট।
শেষদিকে জাকের আলী ২০ বলে ৩১ রান করে ব্যবধান কমানোর চেষ্টা করেন। তবে সিলেট ১১৯ রানে গুটিয়ে যায়। রাজশাহীর হয়ে সানজামুল ইসলাম তিনটি উইকেট নেন, যা বড় জয়ে ভূমিকা রাখে।