Tuesday, April 29, 2025
spot_img
হোমফুটবলরিয়ালের আচরণে ক্ষুব্ধ ফুটবল বিশ্ব

রিয়ালের আচরণে ক্ষুব্ধ ফুটবল বিশ্ব

চলতি ২০২৪-২৫ মৌসুমে টানা তৃতীয়বারের মতো এল ক্লাসিকো জয়ের আনন্দে মাতল বার্সেলোনা। সেভিয়ায় গত শনিবার অনুষ্ঠিত কোপা দেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে কাতালানরা। শুরুতে পিছিয়ে পড়লেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচের শেষ হাসি হেসেছে বার্সেলোনা।

প্রতীক্ষিত এই ক্লাসিকোর শেষ দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রিয়ালের ডিফেন্ডার আন্তোনিও রুডিগার শেষ মুহূর্তে একটি সিদ্ধান্তের প্রতিবাদ করে লাল কার্ড দেখেন। রাগের মাথায় রেফারির দিকে বরফ ছুঁড়ে মারার চেষ্টা করেন এই জার্মান তারকা। সতীর্থরা কোনোভাবে তাকে শান্ত করতে সক্ষম হন। এর আগেই ম্যাচের আগে বিতর্কে জড়িয়েছিল রিয়াল মাদ্রিদ, যখন তারা রেফারি রিকার্দো দে বুরগোস বেনগোয়েচেয়ার প্রতি অনাস্থা প্রকাশ করে তাকে বদলের দাবি জানিয়েছিল।

রিয়ালের এমন আচরণে ক্ষোভ ঝাড়েন ফ্রান্সের সাবেক ও বার্সেলোনার প্রাক্তন তারকা ক্রিস্টোফ দুগারি। ফ্রান্সের ‘আরসিএম স্পোর্ট’ কে তিনি বলেন, “এটা ফুটবলের জন্য চরম লজ্জাজনক। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। ম্যাচের আগে থেকে শুরু করে মাঠের ভেতর-বাইরে তারা যেভাবে চাপ সৃষ্টি করেছে, অপমান করেছে, সেটি ছিল সীমাহীন। রিয়াল মাদ্রিদের ব্যবস্থাপনার আচরণ ছিল প্রায় গুণ্ডামির মতো। তারা ইচ্ছাকৃতভাবে ফুটবলের ভাবমূর্তি নষ্ট করেছে। রিয়াল সত্যি বলেই পাটকাঠিতে নেমে গেছে।”

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও মাঠে ফিরতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। রোববার তারা লা লিগায় সান্তিয়াগো বার্নাবেউয়ে সেল্তা ভিগোর মুখোমুখি হবে।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments