Thursday, April 3, 2025
spot_img
হোমফুটবলরোমাঞ্চ ছড়াল অ্যানফিল্ডে, পয়েন্ট ভাগাভাগি

রোমাঞ্চ ছড়াল অ্যানফিল্ডে, পয়েন্ট ভাগাভাগি

প্রথমার্ধে গড়পড়তা ফুটবল খেলা হলেও দ্বিতীয়ার্ধে পুরোপুরি বদলে গেল চিত্র। ম্যানচেস্টার ইউনাইটেড, যারা আগের তিন ম্যাচে একটিও গোল করতে পারেনি, ম্যাচের রাশ নিজেদের হাতে নিতে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে গেল। সেই মুহূর্তে একরকম ঝিমিয়ে থাকা লিভারপুল আগ্রাসী হয়ে উঠল এবং কিছুক্ষণের মধ্যেই দারুণভাবে ম্যাচে ফিরে এগিয়ে যায়। কিন্তু হুবেন আমুরির ফর্মহীন ম্যানচেস্টার ইউনাইটেড এমন সুযোগ হাতছাড়া করেনি। দ্রুত জবাব দিয়ে আরেকটি গোল করে ম্যাচ ড্র করল এবং তুলে নিল মূল্যবান একটি পয়েন্ট।

রোববার অ্যানফিল্ডে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের উত্তেজনাপূর্ণ ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

প্রথমার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ছন্দ খুঁজছিল, কিন্তু গোলের জন্য কোনো উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়। ইউনাইটেডের আক্রমণভাগের খেলোয়াড়রা প্রথমার্ধে বেশ কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করেন। অন্যদিকে, লিভারপুলের আক্রমণও তেমন ধারাল ছিল না।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ইউনাইটেড প্রথম গোল পেয়ে যায়। মিডফিল্ড থেকে লম্বা পাস ধরে তাদের স্ট্রাইকার দলের হয়ে জাল কাঁপান। তিন ম্যাচ পর গোল পেয়ে তারা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে।

গোল হজমের পর লিভারপুল ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিতে মরিয়া হয়ে ওঠে। চতুরভাবে নিজেদের গতি ও কৌশল বাড়িয়ে ম্যাচে ফিরে আসে দলটি। সুনিপুণ ফিনিশিংয়ে সমতায় ফেরার পর এক গোল করে এগিয়েও যায় তারা।

তবে লিভারপুলের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৮৫ মিনিটে ইউনাইটেডের হয়ে তাদের ফরোয়ার্ড ম্যাচের সমতা ফেরান। সেট পিস থেকে ক্রস পেয়ে চমৎকার হেড করে বল জালে জড়ান তিনি। অন্যদিকে, কঠিন সময় পার করা ইউনাইটেড একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে বাড়ি ফিরল।

ম্যাচটি ড্র হলেও দুই দলের জন্যই ছিল অনেক কিছু প্রমাণের সুযোগ। লিভারপুল যেখানে তাদের আক্রমণভাগের শক্তি দেখাল, সেখানে ইউনাইটেড মানসিক দৃঢ়তা ও শেষ মুহূর্তের লড়াইয়ের প্রমাণ দিল। শেষ পর্যন্ত ২-২ স্কোরলাইনে রোমাঞ্চকর ড্রয়ের মাধ্যমে শেষ হলো ম্যাচটি।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments