অস্ট্রেলিয়ান ওপেনে বাছাইপর্বে হারার পর বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ইফা লিস। কিন্তু অন্যের দুর্ভাগ্য তার জন্য বয়ে আনে সৌভাগ্য। ‘লাকি লুজার’ হিসেবে মূল পর্বে খেলার সুযোগ পেয়ে এককভাবে চতুর্থ রাউন্ডে উঠে নজির গড়েছেন জার্মানির এই টেনিস তারকা।
শনিবার মেলবোর্নে রোমানিয়ার জাকলিন ক্রিস্তিয়ানের বিপক্ষে পিছিয়ে পড়েও ৪-৬, ৬-৩, ৬-৩ গেমে জয় তুলে নেন র্যাঙ্কিংয়ে ১২৮তম স্থানে থাকা লিস। তার আগে বাছাইপর্বে হেরে বাড়ি ফেরার টিকিট কেটেছিলেন তিনি।
লিস বলেছেন, “এটা একেবারেই পাগলাটে গল্প। কয়েকটা দিন আমার জীবন বদলে দিয়েছে।”
তবে চতুর্থ রাউন্ডে তার সামনে কঠিন পরীক্ষা। প্রতিপক্ষ পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী, বিশ্বসেরা ইগা শিয়াওতেক। নতুন রেকর্ড গড়তে চাইলে তাকে টপকাতে হবে এই পোলিশ তারকাকে।
কোনো টুর্নামেন্টের বাছাইপর্বে হেরে যাওয়ার পরও, যারা মূল পর্বে জায়গা পায় মূলত চোট কিংবা অসুস্থতার কারণে সরে দাঁড়ানো কারও জায়গায়, সেই খেলোয়াড়দের বলা হয় ‘লাকি লুজার।’