লা লিগার রেফারিং বিতর্ক ঘিরে এবার মুখ খুললেন বার্সেলোনা কোচ হানসি ফ্লিক। রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে রেফারিং মান নিয়ে আনুষ্ঠানিক অভিযোগের প্রেক্ষিতে তিনি রেফারিদের ‘স্পষ্টভাষী’ হওয়ার পরামর্শ দিয়েছেন।
সম্প্রতি এস্পানিওলের বিপক্ষে রিয়ালের ১-০ গোলে হারের পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিং (ভিএআর) অডিও প্রকাশের দাবি জানিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনে (আরএফইএফ) অভিযোগ জমা দিয়েছে রিয়াল। এ নিয়ে লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস তাদের মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলে পাল্টা মন্তব্য করেছেন।
বার্সেলোনার কোচ ফ্লিক বিষয়টি নিয়ে বলেন, “কখনো কখনো রেফারিদের নিজেদের কথা বলা উচিত। এটা একটা সম্ভাবনা হতে পারে, যদিও তাদের কাজ কঠিন। তবে তারা কিছু পরিবর্তন চাইলে আমি সবসময় খোলা মনে তা গ্রহণ করব।”
এদিকে, বার্সেলোনাও নিজেদের রেফারি-সংক্রান্ত বিতর্ক ‘নেগ্রেইরা মামলা’ থেকে মুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও ঘুষ দেওয়ার অভিযোগ থেকে দলটি এখন মুক্ত।
আজ (রবিবার) রাতে সেভিয়ার মাঠে গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে বার্সেলোনা।