ক্রিস্টিয়ানো রোনালদো সম্প্রতি লিগ ওয়ানকে ছোট করে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন। তবে ফরাসি ফুটবলের সঙ্গে যুক্ত অনেকেই তার বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন।
২০২৪ সালের ডিসেম্বরে গ্লোব সকার অ্যাওয়ার্ডস-এ রোনালদো বলেছিলেন, “সৌদি প্রো লিগ লিগ ওয়ানের চেয়ে ভালো, এটা আমি শুধু এখানে খেলার কারণে বলছি না। ফ্রান্সে শুধুমাত্র পিএসজি আছে, বাকিরা কিছুই নয়।”
তার এই মন্তব্যে ফরাসি ফুটবল মহলে অসন্তোষ ছড়িয়ে পড়ে। এবার সাবেক ফরাসি স্ট্রাইকার লোইক রেমি এ নিয়ে মুখ খুলেছেন।
রেমি বলেন, “আমি রোনালদোকে সম্মান করি, তবে লিগ ওয়ান আরও বেশি সম্মান পাওয়ার যোগ্য। আমি যখন কয়েক বছর পর ফ্রান্সে ফিরে আসি, দেখি লিগের মান অনেক বেড়েছে। টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দিক থেকে ফরাসি লিগ এখন আরও উন্নত। চ্যাম্পিয়ন্স লিগের ফলাফলই তার প্রমাণ। সৌদি লিগ সম্পর্কে বেশি বলতে পারবো না, তবে হয়তো মাত্র দুই-তিনটি দল ফ্রান্সে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, বাকিরা নয়।”
এদিকে রোনালদোকে নিয়ে পিএসজি বা ফরাসি তৃতীয় বিভাগের দল ভার্সাইয়ের সঙ্গে কোনো সম্ভাব্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ৪০ বছর বয়সী রোনালদো নিজের ১,০০০ গোলের লক্ষ্য পূরণের পথে এগিয়ে চলেছেন এবং শোনা যাচ্ছে, তিনি আল-নাসরের সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছেন।