সেভিয়ার বিপক্ষে দুর্দান্ত এক জয় পেয়েছে বার্সেলোনা। রবের্ত লেভানদোভস্কি, ফেরমিন লোপেজ, রাফিনিয়া ও এরিক গার্সিয়ার গোলে হান্সি ফ্লিকের দল ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে প্রতিপক্ষকে। তবে ম্যাচের সবচেয়ে নাটকীয় চরিত্র ছিলেন লোপেজ, যিনি বদলি নেমে প্রথম স্পর্শেই গোল করে নায়ক বনে গেলেও পরে লাল কার্ড দেখে দলকে বিপাকে ফেলেন।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বার্সেলোনা। ইনিয়েগো মার্তিনেসের হেড থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন লেভানদোভস্কি। তবে এক মিনিটের মধ্যেই রুবেন ভারগাস সেভিয়াকে সমতায় ফেরান।
দ্বিতীয়ার্ধের শুরুতে গাভির বদলি হিসেবে নেমেই চমক দেখান লোপেজ। দুর্দান্ত এক হেডে গোল করে বার্সাকে আবার এগিয়ে দেন। এরপর রাফিনিয়া একক দক্ষতায় লম্বা শটে অসাধারণ এক গোল করলে ম্যাচ পুরোপুরি বার্সার নিয়ন্ত্রণে চলে যায়।
কিন্তু নাটকীয়তা তখনো বাকি! ম্যাচের ঘণ্টাখানেকের মাথায় বাজে এক ট্যাকলের কারণে লোপেজ প্রথমে হলুদ কার্ড দেখেন, তবে ভিএআরের পর্যালোচনায় সেটি লাল কার্ডে বদলে যায়।
শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় এরিক গার্সিয়া হেড থেকে গোল করলে বার্সার ৪-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয়। হান্সি ফ্লিকের অধীনে লা লিগায় এটি কাতালানদের গুরুত্বপূর্ণ এক সাফল্য।