বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রধান কোচ পিটার বাটলারের পদত্যাগের দাবিতে অনড় থাকা সাফজয়ী ১৮ নারী ফুটবলারদের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিতে চলেছে । বাফুফে এখন বাটলারের অধীনে থাকা ৩৭ জন তরুণ খেলোয়াড়ের উপর ভিত্তি করে সংযুক্ত আরব আমিরাত সফরের জন্য প্রস্তুতি নিচ্ছে।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন যুক্তরাজ্য থেকে ফিরে বৃহস্পতিবার বিদ্রোহী খেলোয়াড়দের সঙ্গে বৈঠক করেন এবং শনিবারের মধ্যে ক্যাম্পে যোগ দিতে আহ্বান জানান। তবে খেলোয়াড়রা বাটলারকে সরানোর দাবিতে অনড় থেকে ক্যাম্পে যোগ দিতে অস্বীকার করেন।
বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম জানান, “যেহেতু তারা ক্যাম্পে যোগ দেয়নি, তাই সভাপতি বলেছেন ফুটবল থেমে থাকতে পারে না। তাদের ছাড়াই আমরা এগিয়ে যাচ্ছি। তবে তারা যে কোনো সময় যোগ দিতে চাইলে স্বাগত জানানো হবে।”
বাফুফে বর্তমানে নতুন চুক্তির জন্য প্রশিক্ষণে থাকা ৩৭ জনের মধ্যে বেশ কয়েকজনকে বাছাই করছে। চারটি বেতন শ্রেণিতে আগে ৩০ জন নারী ফুটবলার বাফুফের কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন, যা গত অক্টোবরেই শেষ হয়ে যায়। এখন মাত্র ১২ জন আগের সেই চুক্তিবদ্ধ খেলোয়াড় ক্যাম্পে রয়েছেন।
আগামী ২৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। সেখানে ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ দুটি প্রীতি ম্যাচ খেলবে দল। করিম বলেন, “সময় খুব কমে আসছে এবং ফিটনেসের দিকেও নজর দিতে হবে। সম্ভবত বর্তমান খেলোয়াড়দের মধ্য থেকেই ২৩ সদস্যের দল গঠন করা হবে।”
এ বিষয়ে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকে যোগাযোগ করা হলে সাড়া মেলেনি। তবে সংকট সমাধানের আশা খুব কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা।