বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন এবং ক্রিকেটের সর্বকালের সফলতম তারকা সাকিব আল হাসান এবার নতুন পাঠ্যবই থেকে বাদ পড়েছেন। সম্প্রতি প্রকাশিত সপ্তম শ্রেণির ‘ইংলিশ ফর টুডে’ বইয়ের খেলাধুলা বিষয়ক অধ্যায়ে এই পরিবর্তন আনা হয়েছে।
২০১৩ সালে বইটি যখন প্রকাশিত হয়, তখন ‘গেইমস অ্যান্ড স্পোর্টস’ অধ্যায়ে বিশ্বের ৮ ক্রীড়াব্যক্তিত্বের নাম অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে ছিলেন সাকিব ও সালাউদ্দিন। তবে এবার তাদের জায়গায় যুক্ত করা হয়েছে বর্তমান জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং দাবাড়ু রানী হামিদের নাম।
আগে ৮ ক্রীড়াব্যক্তিত্বের মধ্যে ব্রাজিলের পেলে, আর্জেন্টিনার দিয়াগো ম্যারাদোনা, ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা, ভারতের শচীন টেন্ডুলকার, যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস, বাংলাদেশের নিশাত মুজমদার, সাকিব ও সালাউদ্দিন ছিলেন। এবার তাদের বাদ দিয়ে নতুন নাম যোগ করা হয়েছে। সাকিব এবং সালাউদ্দিনের জন্য আলাদা অধ্যায়ও ছিল, তবে সেটাও বাদ পড়েছে।
সালাউদ্দিন দেশের ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড়, তিনি চারবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ছিলেন, তবে রাজনীতির সাথে সম্পর্ক ছিল না। সাকিব দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা, যিনি রাজনীতিতে জড়ান এবং সংসদ সদস্যও নির্বাচিত হন। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশে ফিরতে পারেননি এবং একাধিক মামলায় অভিযুক্ত হয়েছেন।