Sunday, April 6, 2025
spot_img
হোমক্রিকেটসাব্বিরের বিধ্বংসী ইনিংসের পরও ঢাকার পঞ্চম হার

সাব্বিরের বিধ্বংসী ইনিংসের পরও ঢাকার পঞ্চম হার

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিপিএলের ম্যাচে ঢাকার তীব্র লড়াই সত্ত্বেও জয়ী হলো চিটাগং কিংস। বৃহস্পতিবার ১৭৮ রানের লক্ষ্য ৭ উইকেট হাতে রেখে ৩ বল আগেই পেরিয়ে যায় চিটাগং। এর ফলে টানা পঞ্চম হারের তেতো স্বাদ পেল ঢাকা ক্যাপিটালস।

ঢাকা ৩ উইকেটে ৬৬ রান নিয়ে চাপে থাকা অবস্থায় একাদশ ওভারে ক্রিজে যান সাব্বির রহমান। এরপরই শুরু হয় রানের ঝড়। মাত্র ২২ বলে ফিফটি পূরণ করা সাব্বির ৩৩ বলে তিনটি চারের সঙ্গে নয়টি ছক্কায় অপরাজিত ৮২ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন। তার ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে ঢাকা ১৭৭ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়। তবে ব্যাটারদের এই সংগ্রাম ঢাকার বোলাররা ধরে রাখতে ব্যর্থ হন।

পাকিস্তানের উসমান খান চিটাগংয়ের পক্ষে ৩৩ বলে সাতটি চার ও তিনটি ছক্কায় সর্বোচ্চ ৫৫ রান করেন। পরে ঝড়ো ব্যাটিংয়ে জয় নিশ্চিত করেন শামিম হোসেন পাটোয়ারি। মাত্র ১৪ বলে চারটি চার ও একটি ছক্কায় ৩০ রান করে অপরাজিত থাকেন তিনি। অধিনায়ক মোহাম্মদ মিঠুন করেন ২২ বলে ৩৩ রান।

ম্যাচসেরার পুরস্কার জেতেন চিটাগংয়ের পেসার খালেদ আহমেদ। তার ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট চিটাগংয়ের জয়ের ভিত গড়ে দেয়।

এই জয়ে চিটাগং তিন ম্যাচে দ্বিতীয় জয় তুলে নিয়ে নেট রান রেটের ব্যবধানে তৃতীয় স্থানে উঠে এসেছে। বিপরীতে পাঁচ ম্যাচে কোনো জয় না পাওয়া ঢাকা আছে পয়েন্ট তালিকার ছয় নম্বরে, হতাশার অধ্যায় যেন তাদের ছাড়ছেই না।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments