টস হেরে ব্যাটিংয়ে শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিমায় খেলতে থাকে সিলেট। ঘরের মাঠে চার-ছক্কায় ব্যাটারদের বিনোদন দিতে থাকে দলটি। মাত্র পাঁচ ওভারেই দলের রান ৪৭-এ পৌঁছে দেন সিলেটের দুই ওপেনার জর্জ মানজি এবং রনি তালুকদার। সাইফউদ্দিনের প্রথম ওভারে ছয় রান নিয়ে শুরু করলেও শেখ মেহেদীর দ্বিতীয় ওভারে তারা নেয় ১৩ রান। এরপর নাহিদ রানার করা চতুর্থ ওভারে আবারও ১৩ রান নেয় দলটি। সেই ওভারে একটি করে ছক্কা মারেন এই দুই ব্যাটসম্যান।
পঞ্চম ওভারে আকিফ জাভেদের ওপর চড়াও হয়েছিলেন রনি ও মানজি। যদিও এই ওভারের শেষ বলে মানজিকে ফেরান জাভেদ। তার স্লোয়ার বুঝতে পারেননি মানজি। স্কটল্যান্ডের এই ওপেনার ডিপ স্কয়ার লেগে ক্যাচ তুলে দেন, যা লুফে নেন আজিজুল হাকিম তামিম। সিলেটের ইনিংসের ৪৭ রান আসে ওপেনিং জুটিতে। পাওয়ার প্লে’তে সিলেট তোলে এক উইকেটে ৫৫ রান।
ইনিংসের নবম ওভারে শেখ মাহেদীর প্রথম শিকার হয়ে ৩২ বলে ৫৪ রান করে সাজঘরে ফেরেন রনি তালুকদার। ৩২ বলের এই ইনিংসে ৩টি ৬ ও ৭টি চারের মার ছিলো। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১২ ওভার শেষে সিলেটের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১১০।