Thursday, April 3, 2025
spot_img
হোমক্রিকেটসিলেটে তামিম ঝলকে দুর্বার রাজশাহীর হার

সিলেটে তামিম ঝলকে দুর্বার রাজশাহীর হার

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উত্তেজনাপূর্ণ ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ফরচুন বরিশাল। তামিম ইকবালের অনবদ্য ইনিংসে ভর করে বরিশাল ৭ উইকেটে হারিয়েছে রাজশাহীকে।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৬৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় রাজশাহী। তবে বরিশাল সেই লক্ষ্য মাত্র ১৮.৩ ওভারেই ১৫ বল হাতে রেখে অতিক্রম করে ফেলে।

মিরপুরের ব্যর্থতা পেছনে ফেলে সিলেটে গর্জে ওঠে তামিমের ব্যাট। বরিশালের অধিনায়ক মাত্র ৪৮ বলে ১১টি চার ও ৩টি ছক্কার সহায়তায় খেলেন অপরাজিত ৮৬ রানের অসাধারণ ইনিংস। তার নেতৃত্বে বরিশাল ম্যাচে শুরু থেকেই শক্ত অবস্থানে ছিল।

তামিমের সঙ্গে ইনিংসের গোড়াপত্তনে নামেন প্রীতম কুমার। তবে প্রীতম ৫ রানে বোল্ড হয়ে ফিরে যান। তামিমের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৪১ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন কাইল মেয়ার্স, যিনি ২৪ রান করে বিদায় নেন। এরপর তাওহিদ হৃদয় (১৭) এবং মুশফিকুর রহিম (২৪ বলে অপরাজিত ৩৪) তামিমের সঙ্গ দেন। বিশেষ করে মুশফিকের সঙ্গে অপরাজিত ৭৬ রানের জুটিতে বরিশাল জয় নিশ্চিত করে।

এর আগে রাজশাহীর ব্যাটাররা ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি কেউ। সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক এনামুল হক বিজয়, কিন্তু তার ৩৫ বলের মন্থর ইনিংস দলকে পিছিয়ে দেয়। জিসান আলম ২৭ বলে ৩৮ রান এবং ইয়াসির আলী ২৩ বলে ঝড়ো ৩৯ রান করেন। এছাড়া মোহাম্মদ হারিস ২২ রান যোগ করেন।

বরিশালের হয়ে বল হাতে সেরা পারফর্মার ছিলেন শাহিন শাহ আফ্রিদি। তিনি ২০ রান দিয়ে ২টি গুরুত্বপূর্ণ উইকেট নেন। তার বোলিং তোপে রাজশাহী বড় রান তুলতে ব্যর্থ হয়।

সিলেটে ফরচুন বরিশালের এই দারুণ পারফরম্যান্স দলকে আত্মবিশ্বাসের নতুন দিগন্তে নিয়ে যাবে। আর তামিম ইকবালের ফর্মে ফেরা নিশ্চিতভাবেই দলের ভবিষ্যৎ ম্যাচগুলোর জন্য সুখবর।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments