সিলেট পর্বের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহী। চট্টগ্রাম পর্বে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ১৯৭ রানের পুঁজি নিয়েও মাহমুদউল্লাহ রিয়াদ ও ফাহিম আশরাফের ব্যাটিং ঝড়ে রাজশাহীর হারের কথা এখনো স্মৃতিতে সতেজ। সেই লজ্জা কাটাতে এবার দারুণ কিছু করে দেখাতে মরিয়া এনামুল হক বিজয়ের দল।
টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ফলে ব্যাটিংয়ের চ্যালেঞ্জ নিতে হবে রাজশাহীকে।
প্রথম দুই ম্যাচে রান খরায় ভুগছেন নাজমুল হোসেন শান্ত। এজন্য দুর্বার রাজশাহীর বিপক্ষে বরিশালের একাদশ থেকে বাদ পড়েছেন তিনি। শান্তর জায়গায় সুযোগ পেয়েছেন প্রীতম কুমার। আরও দুটি পরিবর্তন এনেছে বরিশাল। ইকবাল হোসেন ইমন এবং মোহাম্মদ নবির পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন রিশাদ হোসেন ও পাকিস্তানি পেসার খান জাহানদাদ।
অন্যদিকে রাজশাহীর একাদশেও পরিবর্তন আনা হয়েছে। তরুণ ওপেনার জিসান আলমকে ফিরিয়ে আনা হয়েছে দলে। জায়গা দিতে বাদ পড়েছেন সোহাগ গাজী।
এই ম্যাচে বরিশালের নজর থাকবে তাদের মিডল অর্ডারের নির্ভরতা মাহমুদউল্লাহ রিয়াদ ও ফাহিম আশরাফের ওপর, যারা আগের ম্যাচে দারুণ খেলেছিলেন। অন্যদিকে, রাজশাহী চাইবে তাদের বোলাররা বরিশালের তারকাখচিত ব্যাটিং লাইনআপকে চাপে রাখতে।
দুর্বার রাজশাহী আজ নিজেদের ব্যাটিং লাইনআপে স্থিরতা আনতে চায়। অন্যদিকে, বরিশালের উদ্দেশ্য প্রথম থেকেই ম্যাচের রাশ নিজের হাতে নেওয়া। উত্তেজনায় ভরপুর এই লড়াই নিশ্চিতভাবেই সিলেট পর্বকে দুর্দান্ত শুরু দেবে।