Thursday, April 3, 2025
spot_img
হোমফুটবলসুপার কাপের ফাইনালে বার্সেলোনা

সুপার কাপের ফাইনালে বার্সেলোনা

টানা তৃতীয়বারের মতো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠল বার্সেলোনা। বুধবার রাতে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত প্রথম সেমি-ফাইনালে ২-০ ব্যবধানে জয় তুলে নেয় হান্সি ফ্লিকের দল। দুই অর্ধে একটি করে গোল করে জয় নিশ্চিত করে তারা।

আগামী রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে প্রতিযোগিতার রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা মুখোমুখি হবে বৃহস্পতিবার দ্বিতীয় সেমি-ফাইনালে জয়ী রিয়াল মাদ্রিদ বা মায়োর্কার। উল্লেখ্য, গত আসরের ফাইনালে রিয়াল মাদ্রিদ ৪-১ গোলে বার্সেলোনাকে হারিয়ে শিরোপা জিতেছিল, যেখানে ভিনিসিউস জুনিয়র করেছিলেন হ্যাটট্রিক।

কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে খেলা শুরু থেকেই বিলবাওকে চেপে ধরে বার্সেলোনা। পঞ্চম মিনিটেই গোলের সুযোগ তৈরি করে রাফিনিয়া, কিন্তু তার শট উড়ে যায়। অষ্টম মিনিটে রাফিনিয়ার আরেকটি ফ্রি-কিক ঠেকিয়ে দেন গোলরক্ষক উনাই সিমোন।

১৭তম মিনিটে গোলের খাতা খুলে বার্সেলোনা। পেদ্রির পাস পেয়ে আলেহান্দ্রো বাল্দের কাট-ব্যাক থেকে ছয় গজ বক্সের ঠিক বাইরে থেকে প্রথম স্পর্শে বল জালে জড়ান গাভি। এটি চলতি মৌসুমে ২০ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডারের প্রথম গোল। প্রায় ১১ মাস মাঠের বাইরে থাকার পর অক্টোবরে ফিরেছিলেন তিনি।

২৪তম মিনিটে বার্সেলোনার ব্যবধান বাড়ানোর দুটি প্রচেষ্টা ব্যর্থ করেন বিলবাওয়ের গোলরক্ষক সিমোন। প্রথমে রাফিনিয়ার শট ফিরিয়ে দেন, পরক্ষণেই ঠেকিয়ে দেন ইয়ামালের শট।

টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার আত্মবিশ্বাস নিয়ে নামা বিলবাও সমতায় ফেরার বড় সুযোগ পায় ৩৬তম মিনিটে। তবে গোর্কার শট প্রতিহত করেন বার্সেলোনার গোলরক্ষক ভয়চেক স্ট্যান্সনি। প্রথমার্ধের শেষ দিকে বিলবাও অধিনায়ক ইনাকি উইলিয়ামসও একটি সম্ভাবনাময় শট উড়িয়ে দেন।

৫২তম মিনিটে দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ায় বার্সেলোনা। গাভির পাস নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে শট করেন ১৭ বছর বয়সী ইয়ামাল, যা ঠেকাতে পারেননি গোলরক্ষক। চোট কাটিয়ে তিন সপ্তাহ পর মাঠে ফিরে এই গোল করেন তিনি। চলতি মৌসুমে এটি তার সপ্তম গোল, তার নামের পাশে আরও ১২টি অ্যাসিস্ট রয়েছে।

এর কিছু পর রবের্ত লেভানদোভস্কি একটি সহজ সুযোগ মিস করেন। ৬৩ থেকে ৭৩ মিনিটের মধ্যে কোচ হান্সি ফ্লিক একাধিক খেলোয়াড় বদল করেন। ইয়ামাল, গাভি ও লেভানদোভস্কিকে তুলে মাঠে নামানো হয় ফের্মিন লোপেস, ফেররান তরেস ও ফ্রেংকি ডি ইয়ংকে। এতে বার্সেলোনার খেলার গতি কিছুটা কমে যায়।

৮২তম মিনিটে দি মার্কোস একটি গোল করেন, তবে অফসাইডের কারণে তা বাতিল হয়। চার মিনিট পর ইনাকি উইলিয়ামস গোল করলেও ভিএআরের সাহায্যে সেটি বাতিল করা হয়।

শেষ মুহূর্তে গোলের চেষ্টা চালান ফেররান তোরেস, কিন্তু বিলবাওয়ের এক ডিফেন্ডার গোললাইন থেকে তার শট প্রতিহত করেন।

অগোছালো সময়ে শেষ হওয়া গত বছরের পর নতুন বছরের প্রথম দুটি ম্যাচেই জয় তুলে নিয়েছে বার্সেলোনা।

 

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments