স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে সৌদি আরবে মায়োর্কার খেলোয়াড়দের পরিবারের সদস্যরা হয়রানির শিকার হয়েছেন। গত বৃহস্পতিবার জেদ্দায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-০ গোলে পরাজিত হওয়া ম্যাচের পর স্থানীয় সমর্থকদের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে।
মায়োর্কার মিডফিল্ডার দানি রদ্রিগেজের স্ত্রী ক্রিস্টিনা পালভারা স্পেনের একটি টিভি চ্যানেলের কাছে জানিয়েছেন, ম্যাচ শেষে কিং আবদুল্লাহ স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় তিনি এবং গোলকিপার ডমিনিক গ্রিফের স্ত্রী নাতালিয়া কালুজোভা হয়রানির শিকার হন। পালভারা বলেছেন, স্টেডিয়াম থেকে বের হওয়া ছিল খুবই কঠিন। সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগেছেন, স্থানীয় পুরুষ সমর্থকরা খুব কাছ থেকে ছবি তুলেছে এবং হয়রানি করেছে।
নাতালিয়া কালুজোভা স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে জানিয়েছেন, কিছু পুরুষ তাঁদের ভিডিও করেছে, ধাক্কা দিয়েছে এবং অযাচিতভাবে ছুঁয়েছে। তাঁদের মুখের সামনে ফোন ধরেও ভিডিও করা হয়েছে।
মায়োর্কার ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় প্রায় ২৫০ জন সমর্থক হয়রানির শিকার হয়েছেন। স্প্যানিশ সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রিয়াল মাদ্রিদের জার্সি পরা কিছু পুরুষ সমর্থক মায়োর্কার সমর্থকদের ভিডিও করছে এবং হাসাহাসি করছে।
মায়োর্কার অফিশিয়াল আলফনসো দিয়াজ এই ঘটনাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে বিষয়টি জানিয়েছেন। আয়োজকদের এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধের আহ্বান জানিয়েছেন তিনি।