আফগান ক্রিকেটার হজরতউল্লাহ জাজাইয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখ রাখলে দুটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে—ক্রিকেট আর তার কন্যা। ব্যাটিং, অনুশীলন ও ভ্রমণের ছবি যেমন রয়েছে, তেমনই মেয়ের ছবি ও ভিডিওও ছিল তাঁর শেয়ার করা পোস্টগুলোর বড় অংশজুড়ে। ২০২২ সালের ৫ জুন কন্যার জন্মের খবর জানিয়ে প্রথম পোস্ট করেছিলেন তিনি।
তবে দুঃখজনকভাবে জানা গেছে, জাজাইয়ের মেয়ে আর বেঁচে নেই। আফগান ক্রিকেটার করিম জানাত ইনস্টাগ্রামে এ খবর নিশ্চিত করে লেখেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার ভাইয়ের মতো ঘনিষ্ঠ বন্ধু হজরতউল্লাহ জাজাই তার মেয়েকে হারিয়েছে। এই কঠিন সময়ে আমি তাঁর ও তাঁর পরিবারের জন্য গভীরভাবে শোকাহত। সবাই তাঁদের জন্য প্রার্থনা করুন।’
তবে জাজাইয়ের কন্যার মৃত্যুর কারণ বা সময় সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
২৬ বছর বয়সী জাজাই আফগানিস্তানের জাতীয় দলের হয়ে ৪৫টি টি-টোয়েন্টি ও ১৬টি ওয়ানডে খেলেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস (১৬২*) তাঁর দখলে রয়েছে। সর্বশেষ তিনি ২০২৩ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন।
পারিবারিক বিষয় নিয়ে খুব একটা প্রকাশ্যে কথা বলেন না জাজাই। তবে ইনস্টাগ্রামে তাঁর মেয়েকে নিয়ে পোস্ট করতে দেখা গেছে নিয়মিত। মেয়ের জন্ম, বিভিন্ন বয়সের মাইলফলক ও বিশেষ মুহূর্তের ছবি পোস্ট করেছেন তিনি। এখন সেই ছোট্ট সন্তানকে হারিয়ে শোকে মুহ্যমান এই ক্রিকেটার ও তাঁর পরিবার।