Sunday, April 6, 2025
spot_img
হোমক্রিকেটহৃদয়-মিরাজে মোহামেডানের ঈদ-উত্তর হাসি

হৃদয়-মিরাজে মোহামেডানের ঈদ-উত্তর হাসি

ঈদের বিরতির পর মাঠে ফেরার দিনেই দারুণ জয় তুলে নিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তামিম ইকবালের অনুপস্থিতি চোখে পড়লেও পারফরম্যান্সে ছিল না কোনো ঘাটতি। নতুন অধিনায়ক তাওহিদ হৃদয়ের নেতৃত্বে জয়ে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগে শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের বিপক্ষে ৫ উইকেটের সহজ জয় পায় মোহামেডান। এই জয়ে ৯ ম্যাচ শেষে দলটির সংগ্রহ ১৪ পয়েন্ট, উঠে এসেছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে।

প্রথমে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংক মাত্র ১৭৪ রানেই অলআউট হয়ে পড়ে। জাতীয় দলের দুই অভিজ্ঞ বোলার এবাদত হোসেন ও তাইজুল ইসলাম দুর্দান্ত বোলিংয়ে ভেঙে দেন প্রতিপক্ষের ব্যাটিং লাইন। এবাদত ৩টি এবং তাইজুল ৪টি উইকেট তুলে নিয়ে ম্যাচের লাগাম মোহামেডানের হাতে তুলে দেন।

প্রাইম ব্যাংকের ইনিংসটা আরও ছোট হতে পারত, কিন্তু শামীম হোসেন পাটওয়ারীর ব্যতিক্রমী ইনিংস দলকে কিছুটা আশা দেখায়। ৬১ বলে ৪ ছক্কা ও ১০ বাউন্ডারিতে তিনি করেন ৮৯ রান। তার ব্যাটেই কোনো মতে ১৭০ ছাড়ায় স্কোর।

জবাবে ব্যাট করতে নেমে মোহামেডানও প্রথমদিকে ধাক্কা খায়। মাত্র ৬৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় দলটি। কিন্তু সেখান থেকে ম্যাচের রঙ পাল্টে দেন তাওহিদ হৃদয় ও মেহেদি হাসান মিরাজ।

অধিনায়ক হৃদয় ৫৫ বলে ৭টি চার ও ২টি ছক্কায় তুলে নেন ৫৭ রান, আর মিরাজ ছিলেন আরও বেশি নির্ভরযোগ্য। ৫৫ বলে ৬৭ রান করে ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন অপরাজিত অবস্থায়। দুজনের ৮৯ রানের দুর্দান্ত জুটিতে জয় নিশ্চিত হয় মোহামেডানের পক্ষে।

এই জয়টা দল উৎসর্গ করতে পারে অনুপস্থিত তামিম ইকবালকে। তাঁর জায়গায় নেতৃত্বে আসা হৃদয় প্রথম ম্যাচেই দিলেন দারুণ বার্তা—মোহামেডান আছে ছন্দেই।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments