সিলেটের দেওয়া ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই আজিজুল হাকিম তামিমের উইকেট হারায় রংপুর । তানজিম হাসান সাকিবের অফস্টাম্প তাক করা বলটি ব্যাকফুটে গিয়ে খেলতে দেরি করায় তানজিমের দিকেই ক্যাচ তুলে দেন তামিম। ক্যাচটি সহজেই লুফে নেন বোলার। শুরুতে উইকেট হারালেও ইনফর্ম সাইফ হাসান ও অ্যালেক্স হেলসের ব্যাটে ঘুরে দাঁড়ায় রংপুর। পাওয়ার প্লে’তে দলটি করে এক উইকেটে ৫৪ রান।
এরপর হেলস-সাইফের দুজনের ব্যাটে ১০.২ ওভারে একশ রানে পৌঁছে রংপুর। নিহাদুজ্জামানের বলে ছক্কা হাঁকিয়ে দলকে শতরান এনে দেয়ার পাশাপাশি নিজেও হাফ সেঞ্চুরি করেন সাইফ হাসান। ৩১ বলে হাফ সেঞ্চুরির দেখা পান তিনি। এর এক ওভার পর হাফ সেঞ্চুরি তুলে নেন হেলসও। তিনিও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছান ৩১ বলে।
দারুণ ব্যাটিং করে ৪৯ বলে ৮০ রান করে তানজিম সাকিবের বলে আরিফুলের ক্যাচ হয়ে সাজঘরে ফিরেন সাইফ হাসান। অন্যদিকে, ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলসের ব্যাটে আসে দারুণ এক সেঞ্চুরি। ৫৬ বলে ১১৩ রানের দানবীয় ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন এই ব্যাটার।