রোববার ক্রীড়ামোদীদের জন্য অপেক্ষা করছে ব্যস্ত এক দিন। মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল, আইপিএলের দুটি হাইভোল্টেজ ম্যাচ, পিএসএল উত্তাপ ছড়াবে রাতেই। পাশাপাশি ইউরোপিয়ান ফুটবলের বড় বড় ক্লাবরাও আজ মাঠে নামছে নিজেদের লিগে।
নারী বিশ্বকাপ বাছাইপর্বে জয় দিয়ে সূচনা করেছে বাংলাদেশ নারী দল। এবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে শক্তিশালী আয়ারল্যান্ডের। রোববার বেলা ৩টায় আইসিসির অফিসিয়াল স্ট্রিমিং প্ল্যাটফর্মে দেখা যাবে ম্যাচটি।
এদিকে ঘরোয়া ক্রিকেটে চলছে ঢাকা প্রিমিয়ার লিগের লড়াই। সকাল ৯টা থেকেই মাঠে গড়াবে তিনটি ম্যাচ। টেলিভিশন ও ইউটিউবে সম্প্রচার করা হবে খেলা।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলেও আজ রয়েছে দুটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ। বিকেল ৪টায় মাঠে নামছে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রাত ৮টায় মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ানস। দুটি ম্যাচই সরাসরি দেখা যাবে টি স্পোর্টসে।
পাকিস্তান সুপার লিগেও আজ রয়েছে উত্তেজনাকর ম্যাচ। রাত ৯টায় লাহোর ও কোয়েটার লড়াই সম্প্রচার করবে নাগরিক টিভি।
ফুটবলপ্রেমীদের জন্যও আজ রয়েছে একাধিক ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির মতো বড় দলগুলো আজ মাঠে নামছে। সন্ধ্যা ৭টায় শুরু হবে লিভারপুল বনাম ওয়েস্ট হ্যাম ও চেলসি বনাম ইপসউইচ ম্যাচ। আর রাত ৯টা ৩০ মিনিটে মুখোমুখি হবে নিউক্যাসল ও ম্যান ইউনাইটেড।
লা লিগাতেও আজ রয়েছে রিয়াল মাদ্রিদের ম্যাচ। রাত ৮টা ১৫ মিনিটে আলাভেসের বিপক্ষে মাঠে নামবে লস ব্ল্যাঙ্কোসরা। ম্যাচটি দেখা যাবে স্পোর্টজেডএক্স অ্যাপে।
সব মিলিয়ে ক্রিকেট ও ফুটবলের দারুণ এক জমজমাট দিন অপেক্ষা করছে ক্রীড়াপ্রেমীদের জন্য।