Thursday, April 3, 2025
spot_img
হোমক্রিকেটবিদায়ী সংবর্ধনায় আবেগঘন বার্তা তামিম ইকবাল খানের

বিদায়ী সংবর্ধনায় আবেগঘন বার্তা তামিম ইকবাল খানের

জাতীয় দলের জার্সি গায়ে মাঠ থেকে অবসরের সুযোগ হয়নি, কদিন আগে ফেসবুকে পোস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানেন তামিম ইকবাল। বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফল এই ব্যাটারকে বিপিএলের ফাইনাল মঞ্চে বিদায়ী ক্রেস্ট ও উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির কাছ থেকে সংবর্ধনা নিয়ে পরে নিজের প্রতিক্রিয়া জানান তামিম,

‘আমার জন্য এটা একটা দারুণ যাত্রা ছিল। ১৭ বছর ধরে আমার দেশের প্রতিনিধিত্ব করেছি। বাংলাদেশ আইসিসি ট্রফিতে যখন চ্যাম্পিয়ন হয় তখন আমার চাচা তখন ছিলেন দলের অধিনায়ক। সারা দেশের আনন্দ ছিল দেখার মতো। তখনই আমি ক্রিকেটার হওয়ার সিদ্ধান্ত নিই। আমার বাবার স্বপ্ন ছিল যে একদিন আমি আমার দেশের প্রতিনিধিত্ব করব। দুর্ভাগ্যবশত, তিনি আর পৃথিবীতে নেই, কিন্তু আমি নিশ্চিত যে তিনি আমি দেশের জন্য যা করেছি তাতে গর্বিত হতেন। আমি বাংলাদেশে যেখানেই খেলেছি, সেখানেই অনেক ভালোবাসা পেয়েছি। আমার পরিবার, আমার চাচা আকরাম খান। তিনি আমাদের পথ দেখিয়েছিলেন। তারপর আমার চাচা এবং আমাকে নিয়ে ১৭ বছরের সমালোচনা (স্বজনপ্রীতির)। আমরা সবাই জানি সেটা কী ছিল। ক্রিকেট কখনো সহজ নয়। তুমি সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির ছেলেও হতে পারো, কিন্তু যদি তুমি পারফর্ম না করো, এই খেলা তোমাকে কখনো রাখবে না। আমার পরিবারের জন্য তিনি যা করেছেন তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। আমার স্ত্রী, আমার ছেলে, আমার কোচ – আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments