Friday, April 4, 2025
spot_img
হোমক্রিকেটজুলাইয়ে গ্লোবাল সুপার লিগে অংশ নেবে ফরচুন বরিশাল

জুলাইয়ে গ্লোবাল সুপার লিগে অংশ নেবে ফরচুন বরিশাল

গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম আসর গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হয়েছে । প্রথমবার অংশ নিয়েই শিরোপা নিয়ে দেশে ফিরেছিল রংপুর রাইডার্স। তবে এই টুর্নামেন্টে বিপিএলের চ্যাম্পিয়ন হিসেবে খেলার কথা ছিল ফরচুন বরিশালের।

যদিও তারা অপারগতা প্রকাশ করায় রানার্সআপ হওয়া রংপুর রাইডার্স অংশ নেয় টুর্নামেন্টটিতে। শুক্রবার শেষ হয়েছে বিপিএলের একাদশতম আসর। এবারও শিরোপা ঘরে তুলেছে বরিশাল। এবার তারা গ্লোবাল সুপার লিগে খেলার ঘোষণা দিয়েছে।

বরিশাল দলের কর্নধার মিজানুর রহমান বলেছেন, ‘গতবার আমরা গ্লোবাল সুপার লিগে যাইনি, এবার আমরা যাব। গেলবার অনেক কিছুই বুঝে উঠতে পারিনি, এবার চ্যাম্পিয়ন হয়েছি, তাই গ্লোবাল সুপার লিগে আমরা অংশ নেব।’

এরই মধ্যে গ্লোবাল সুপার লিগের আগামী আসরের দিনক্ষণ নিশ্চিত করেছে আয়োজকরা। ডিসেম্বরে নয়, বরং এ বছর জুলাইতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির দ্বিতীয় আসর। জানা গেছে চলতি বছরের ৮ থেকে ১৮ জুলাই পর্যন্ত চলবে টুর্নামেন্টটি।

এদিকে টানা দ্বিতীয় শিরোপা জয়ের পর দলবল নিয়ে বরিশালে যাচ্ছেন তামিম-শান্তরা। জানা গেছে, ৯ ফেব্রুয়ারি তারা বিমান যোগে বরিশালে পৌছাবেন। বেলা ১২টায় তাদের বরিশালের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। সেখানে বিকেল ৫টা পর্যন্ত সমর্থকদের সঙ্গে শিরোপা উদযাপন করতে দেখা যাবে তাদের।

এ প্রসঙ্গে দলটির কর্ণধার বলেছেন, ‘আগামীকাল ১২টায় আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা হব, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সবাই যাব। ৫টা পর্যন্ত থাকার ইচ্ছে আছে আমাদের সেখানে। ট্রফি নিয়ে বরিশালে যাচ্ছি।’

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments