বিপিএল শেষ হতে না হতেই চ্যাম্পিয়নস ট্রফির জন্য অনুশীলনে নেমেছে বাংলাদেশ জাতীয় দল। গত শনিবার আনুষ্ঠানিকভাবে এই অনুশীলন শুরু হলেও ক্রিকেটারদের প্রস্তুতি ঘিরে সন্তুষ্ট নন হেড কোচ ফিল সিমন্স। তার মতে, এটি চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় আসরের জন্য আদর্শ প্রস্তুতি নয়।
এ প্রসঙ্গে আজ সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘আমি একমত যে এটা সেরা প্রস্তুতি নয়। তবে আমাদের ক্রিকেটারদের স্কিল আছে, এখন শুধু মানসিকভাবে ওয়ানডের জন্য প্রস্তুত হওয়া দরকার।’
বাংলাদেশের বাকি প্রতিপক্ষগুলো যেখানে সিরিজ খেলে নিজেদের প্রস্তুত করছে, সেখানে টাইগারদের জন্য সময় খুবই কম। নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা খেলছে ত্রিদেশীয় সিরিজ। অন্যদিকে ভারত খেলছে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। অথচ বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ওয়ানডে ছিল গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
বিপিএলের দেড় মাসব্যাপী খেলার পর ক্রিকেটারদের মানসিক ও শারীরিক ধকলের প্রসঙ্গও উঠে এসেছে। তবে সিমন্সের বিশ্বাস, এসব কোনো প্রভাব ফেলবে না, ‘এই দুই দিনে বিপিএল নিয়ে কোনো কথা হয়নি। সবাই ৫০ ওভার ক্রিকেটের জন্য ব্যাটিং ও বোলিংয়ে মনোযোগ দিচ্ছে।’
চ্যাম্পিয়নস ট্রফির শেষ আসরে ইংল্যান্ডে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল বাংলাদেশ। এবার আসরটি বসছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে।
এবার কি শিরোপার স্বপ্ন দেখছে বাংলাদেশ? জবাবে সিমন্স বলেন, ‘যদি বিশ্বাস না করতাম, তাহলে এখানে থাকতাম না। যখন কোনো টুর্নামেন্ট খেলবেন, সম্ভাব্য সেরা প্রস্তুতিটাই নিতে হবে।’
বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু হবে আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। টাইগাররা কি এবার ইতিহাস গড়তে পারবে? সেটাই দেখার বিষয়।