Thursday, April 3, 2025
spot_img
হোমফুটবলভিনি কে নিয়ে মাদ্রিদ শিবিরে অস্বস্তি, চালকের আসনে এমবাপ্পে

ভিনি কে নিয়ে মাদ্রিদ শিবিরে অস্বস্তি, চালকের আসনে এমবাপ্পে

রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক ম্যাচে গোলের মুখে ভিনিসিয়ুস জুনিয়রের একাধিক ব্যর্থতা তার ফর্মহীনতার ইঙ্গিত দিচ্ছে। অ্যাটলেটিকোর বিপক্ষে ১-১ ড্রয়ের ম্যাচে মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে দর্শকদের উত্তেজিত করলেও পোস্টের খুব কাছে গিয়ে শটটি বাইরে মেরে হতাশা নিয়ে ফিরতে হয় ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে।

এমবাপের দুর্দান্ত ফর্মের বিপরীতে ভিনিসিয়ুস যেন নিজের ছায়া হয়ে গেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১০ ম্যাচের আটটিতেই গোল পাননি তিনি। লা লিগায় সর্বশেষ গোলটি করেছেন গত নভেম্বর মাসে।

অক্টোবরে ব্যালন ডি’অর রডরির কাছে হারানোর পর ধারাবাহিক ফর্মে ফিরে ওসাসুনা ও বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ভিনিসিয়ুস। তখন মাত্র আট ম্যাচে ১০ গোল করে সবাইকে চমকে দিয়েছিলেন। তবে নভেম্বরের শেষ দিকে মাংসপেশির ইনজুরি ও জানুয়ারিতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ায় তার ছন্দ বিঘ্নিত হয়।

ভিনিসিয়ুসের ফর্মহীনতার পাশাপাশি সৌদি আরব থেকে পাওয়া আকর্ষণীয় প্রস্তাব নিয়ে তার ভবিষ্যৎ অনিশ্চয়তা রিয়াল সমর্থকদের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। অন্যদিকে এমবাপে ঠিকই নিজের ফর্ম ধরে রেখে শেষ আট ম্যাচে ৯ গোল করে মাদ্রিদের আক্রমণের মূল ভরসা হয়ে উঠেছেন।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments