ভারত সফরে প্রস্তুতির অভাবের কারণে ইংল্যান্ডের হার—এই সমালোচনাকে একেবারে ভিত্তিহীন ও ভুল বলে দাবি করেছেন দলের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম। তার মতে, দলের প্রস্তুতিতে কোনো ঘাটতি ছিল না, বরং খেলোয়াড়দের সুস্থ রেখে সামনের বড় আসরের জন্য তৈরি করাই ছিল মূল লক্ষ্য।
সম্প্রতি রবি শাস্ত্রী ও কেভিন পিটারসেন দাবি করেন, জো রুট ছাড়া কেউ নেট অনুশীলনই করেননি। তবে এই অভিযোগকে সরাসরি ‘ভুল তথ্য’ বলে উড়িয়ে দিয়েছেন ম্যাককালাম।
“আমরা প্রচুর অনুশীলন করেছি। দল ইনজুরির সঙ্গে লড়াই করছে এবং সামনে বড় চ্যালেঞ্জ আসছে। তাই আমরা কৌশলগতভাবে সিদ্ধান্ত নিয়েছি,” ম্যাককালাম বলেন।
এদিকে অধিনায়ক জস বাটলারও দলের প্রস্তুতি নিয়ে অভিযোগ নাকচ করেছেন। তিনি বলেন, “লম্বা সফরের পর কিছু দিন অনুশীলন হয়নি, তবে সেটার মানে এই নয় যে আমরা প্রচেষ্টা দিইনি।”
ভারত সফর থেকে শিক্ষা নিয়ে ইংল্যান্ড এখন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে ব্যস্ত। তারা কয়েকদিন সংযুক্ত আরব আমিরাতে ক্যাম্প করবে, এরপর ২২ ফেব্রুয়ারি লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। টম ব্যান্টনকে ইতিমধ্যে দলে যুক্ত করা হয়েছে জেকব বেথেলের ইনজুরির কারণে।
ম্যাককালামের মতে, সফরটি পরীক্ষামূলক হলেও গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। তিনি বলেন, “আমাদের খেলোয়াড়রা প্রতিভাবান, আমরা শুধু তাদের ভয় দূর করে আত্মবিশ্বাস বাড়াতে চাই।”