চ্যাম্পিয়নস ট্রফির জন্য ঘোষিত ১৫ সদস্যের ভারতীয় দলে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও ওয়াশিংটন সুন্দর—এই পাঁচ স্পিনারকে রাখা হয়েছে। এত বেশি স্পিনার দলে অন্তর্ভুক্ত করায় প্রশ্ন তুলেছেন সদ্য সাবেক ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
অশ্বিন মনে করছেন, চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলো হবে এমন ভেন্যুতে, যেখানে স্পিনাররা খুব একটা টার্ন পাবেন না। তাই ভারতীয় দলে এত স্পিনারের প্রয়োজনীয়তা নেই। তার মতে, ব্যাটসম্যান যশস্বী জয়সোয়ালকে দলে না রেখে এত স্পিনার নেওয়ার কারণ খুঁজে পাচ্ছেন না তিনি।
ভারত তাদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে, যেখানে টার্ন খুব বেশি পাওয়া যায় না। নিজের ইউটিউব চ্যানেল ‘অ্যাশ কি বাত’-এ এই প্রসঙ্গে অশ্বিন বলেন, ‘আমি বুঝতে পারছি না, আমরা এত স্পিনার নিয়ে দুবাইয়ে যাচ্ছি কেন। ৫ স্পিনার! এটা একটু বেশি হয়ে গেছে।’
তিনি আরও যুক্তি দেন, ‘কুলদীপ তো নিশ্চিতভাবে খেলবে। তাহলে বরুণকে কোথায় খেলানো হবে? দুবাইয়ের উইকেটে কি এত বেশি টার্ন পাওয়া যাবে? সম্প্রতি আইএলটি-টোয়েন্টিতে তেমন কোনো টার্ন দেখা যায়নি। বরং দলগুলো অনায়াসে ১৮০ রান তাড়া করেছে।’
ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে। গ্রুপ পর্বে পাকিস্তান ও নিউজিল্যান্ডকেও মোকাবিলা করবে তারা। অন্যদিকে, বাংলাদেশ দলে ৩ জন, পাকিস্তানে ১ জন এবং নিউজিল্যান্ডে ২ জন নিয়মিত স্পিনার রয়েছেন।
অশ্বিনের মতে, দুবাই তুলনামূলক স্পিনবান্ধব হলেও সেখানে ৫ স্পিনার নেওয়া যুক্তিসঙ্গত নয়। ভারতের দল নির্বাচন নিয়ে অস্বস্তিতে আছেন তিনি, যা টুর্নামেন্ট শুরুর আগেই বিতর্ক তৈরি করেছে।