Sunday, April 6, 2025
spot_img
হোমফুটবলমারমুশের দুর্দান্ত হ্যাটট্রিকে নিউক্যাসলকে বিধ্বস্ত করল ম্যান সিটি

মারমুশের দুর্দান্ত হ্যাটট্রিকে নিউক্যাসলকে বিধ্বস্ত করল ম্যান সিটি

ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার মাত্র তিন সপ্তাহ পরেই ওমর মারমুশ দেখালেন নিজের দক্ষতা। তার দুর্দান্ত হ্যাটট্রিকেই নিউক্যাসল ইউনাইটেডকে ৪-০ গোলে বিধ্বস্ত করল সিটিজেনরা।

শনিবারের ম্যাচে ১৯, ২৪ ও ৩৩তম মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন মারমুশ। একের পর এক আক্রমণে নিউক্যাসলের রক্ষণকে নাস্তানাবুদ করে ম্যান সিটি ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় প্রথমার্ধেই। শেষ দিকে ৮৪তম মিনিটে জেমস ম্যাকঅ্যাটির গোলে বড় জয় নিশ্চিত হয় পেপ গার্দিওলার দলের।

এই জয়ে প্রিমিয়ার লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ম্যান সিটি। যদিও শিরোপার লড়াইয়ে তারা পিছিয়ে আছে, তবে মারমুশের আগমন দলকে নতুন শক্তি এনে দিয়েছে।

মারমুশ: ‘অবিশ্বাস্য অনুভূতি, স্বপ্নের দিন’

ম্যাচের পর নিজের অসাধারণ পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে মারমুশ বলেন, “অবিশ্বাস্য একটা দিন! অনুভূতিটা একদম পাগলাটে! আমরা প্রথম মিনিট থেকেই ম্যাচ নিয়ন্ত্রণ করেছি এবং জয়ের কাজটা সহজ করেছি।”

তিনি আরও যোগ করেন, “দলে যোগ দেওয়ার পর থেকে সবাই আমাকে দারুণভাবে গ্রহণ করেছে। সতীর্থ, কোচিং স্টাফ সবাই আমাকে পরিবারের মতো অনুভব করিয়েছে। এমন পারফরম্যান্সের পর দর্শকদের ভালোবাসা পাওয়া সত্যিই বিশেষ কিছু।”

সিটির আক্রমণভাগে নতুন সংযোজন মারমুশ

মাত্র ৫৯ মিলিয়ন পাউন্ডে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে যোগ দিয়েছেন মারমুশ। এরই মধ্যে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে ফেলেছেন এই মিশরীয় ফরোয়ার্ড।

এর্লিং হালান্ডের সঙ্গে তার রসায়ন ম্যান সিটির আক্রমণভাগকে আরও ভয়ঙ্কর করে তুলতে পারে। কোচ গার্দিওলা তার স্কিল এবং গতি কাজে লাগিয়ে নতুন কৌশল নিয়ে আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

চ্যাম্পিয়নস লিগে রিয়ালের বিপক্ষে কঠিন পরীক্ষা

বড় জয় উদযাপনের বেশি সময় পাচ্ছে না সিটি। সামনে তাদের চ্যাম্পিয়নস লিগের মহারণ! বুধবার রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে তারা।

প্রথম লেগে ৩-২ ব্যবধানে পিছিয়ে আছে ম্যান সিটি। ঘুরে দাঁড়িয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা পেতে হলে মারমুশ-হালান্ডদের অসাধারণ কিছু করতে হবে। নিউক্যাসলের বিপক্ষে যেভাবে খেলেছেন মারমুশ, সেরকম কিছু যদি রিয়ালের বিপক্ষে করতে পারেন, তাহলে সিটির স্বপ্ন এখনো বেঁচে থাকবে!

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments