চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে জায়গা করে নিতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বায়ার্ন মিউনিখকে। নিজেদের মাঠে হেরে যাওয়া সেল্টিক জার্মানিতে এসে দুর্দান্ত লড়াই করে, তবে শেষ পর্যন্ত বদলি খেলোয়াড় আলফান্সো ডেভিসের গোলে জয় নিশ্চিত করে বায়ার্ন।
অন্যদিকে, নেদারল্যান্ডসের ক্লাব ফেইনুর্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছে এসি মিলান। আর ক্লাব ব্রুগ ও বেনফিকা শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে।
জার্মানিতে প্রথম লেগে ২-১ ব্যবধানে এগিয়ে থাকলেও বায়ার্ন এদিন সহজে জয় নিশ্চিত করতে পারেনি। প্রথমার্ধে হ্যারি কেইনের শট বারপোস্টে লেগে ফিরে আসে। তবে ৬৩তম মিনিটে সাবেক বায়ার্ন খেলোয়াড় নিকোলাস কুয়েন গোল করে এগিয়ে দেন সেল্টিককে। এতে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা তৈরি হয়। তবে যোগ করা চতুর্থ মিনিটে ডেভিস গোল করে ১-১ সমতায় আনেন এবং মোট ৩-২ ব্যবধানে জয় এনে দেন বায়ার্নকে।
বিদায় নিল মিলান
অন্যদিকে, এসি মিলান চেয়েছিল শেষ ষোলোতে পৌঁছাতে, কিন্তু ফেইনুর্ডের বিপক্ষে ড্র তাদের স্বপ্ন শেষ করে দেয়। সাতবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন এসি মিলান ফেইনুর্ডের সঙ্গে ঘরের মাঠে ১-১ ড্র করেছে। ফলে ২-১ ব্যবধানে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে ইতালির দলটি। ম্যাচের শুরুতেই সান্তিয়াগো হিমেনেজ গোল করে মিলানকে এগিয়ে নেন, কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে থিও হার্নান্দেজ লাল কার্ড দেখলে মিলান ১০ জনের দলে পরিণত হয়।
৭৩তম মিনিটে জুলিয়ান কারাঞ্জা গোল করে ফেইনুর্ডকে সমতায় ফেরান এবং তাদের জয় নিশ্চিত হয়। শেষ মুহূর্তে জিভাইরো রেড লাল কার্ড দেখলেও জয় ধরে রাখতে পারে ডাচ ক্লাবটি।
শেষ ষোলোতে বেনফিকা ও ক্লাব ব্রুগ
ক্লাব ব্রুগ ও বেনফিকা নিজেদের গ্রুপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে। লিসবনে ৩-৩ গোলে মোনাকোর সঙ্গে ড্র করলে ৪-৩ ব্যবধানের অগ্রগামিতায় শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে বেনফিকা। অন্যদিকে, আতালান্তাকে ৩-১ গোলে হারিয়ে মোট ৫-২ ব্যবধানে জয় নিশ্চিত করেছে ক্লাব ব্রুগ। আতালান্তা ম্যাচে ২৯টি শট নিয়েও সুবিধা করতে পারেনি এবং ক্লাব ব্রুগের তরুণ তারকা চেমসদিন তালবি দুই গোল করে দলকে জয় এনে দেন।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে উত্তেজনার পারদ আরও বাড়তে চলেছে, এখন সবার চোখ কে পারবে শিরোপার দৌড়ে টিকে থাকতে!