Thursday, April 3, 2025
spot_img
হোমক্রিকেটইনজুরি কাটিয়ে ফিরতে প্রস্তুত রাচিন, তবে সতর্ক অবস্থানে কিউইরা

ইনজুরি কাটিয়ে ফিরতে প্রস্তুত রাচিন, তবে সতর্ক অবস্থানে কিউইরা

নিউজিল্যান্ডের তরুণ তারকা রাচিন রভিন্দ্রা হেড ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন, তবে চ্যাম্পিয়ন্স ট্রফির পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে তার খেলার ব্যাপারে এখনো নিশ্চিত নয় টম লাথামের দল।

পাকিস্তানের করাচিতে প্রথম নেটে ব্যাট হাতে দেখা যায় রাচিনকে। ইনজুরির চিহ্ন লুকিয়ে রাখতে মাথায় হেলমেট পরে অনুশীলন শুরু করেন তিনি। তার কপালের কাটা অংশ ও সেলাই এখনো স্পষ্ট, তবে ব্যাটিংয়ে কোনো জড়তা দেখা যায়নি। গ্লেন ফিলিপস ও মাইকেল ব্রেসওয়েলের স্পিন বোলিং অনায়াসে সামলে গেছেন তিনি।

দশ দিন আগে খুশদিল শাহের একটি শট দেখতে ভুল করে বল মাথায় লাগিয়ে আহত হন রাচিন। সে সময় তাকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়, মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। তবে ভাগ্য ভালো, কোনো বড় ক্ষতি হয়নি।

নিউজিল্যান্ড সতর্কতার সঙ্গে তার পুনর্বাসন চালিয়ে গেছে। “তার পুনরুদ্ধার ভালোই হচ্ছে, তবে মাথার ইনজুরি বলে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না,” বলছিলেন টম লাথাম।

এদিকে, রাচিন খেলতে না পারলেও নিউজিল্যান্ড দলে দুশ্চিন্তার কিছু নেই। ডেভন কনওয়ে তার জায়গায় নেমে দুর্দান্ত পারফর্ম করেছেন, অন্যদিকে লকি ফার্গুসন ও বেন সিয়ার্সের ইনজুরি সামলে নতুনদের সুযোগ দেওয়া হয়েছে।

“আমরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারদর্শী। তিন ম্যাচে তিনভাবে জয় তুলে নিয়েছি,” বলছিলেন লাথাম।

শেষ মুহূর্ত পর্যন্ত নিউজিল্যান্ড নিশ্চিত করতে চাইবে, রাচিন সত্যিই পুরোপুরি প্রস্তুত কি না। তবে যদি না খেলেন, তাতেও দল দুশ্চিন্তায় পড়বে না। দল বরাবরের মতোই এগিয়ে যাবে নিজেদের শক্তিতে!

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments