Thursday, April 3, 2025
spot_img
হোমফুটবলহামজা চৌধুরী বাংলাদেশের জন্য প্রস্তুত, সঙ্গী পরিবার

হামজা চৌধুরী বাংলাদেশের জন্য প্রস্তুত, সঙ্গী পরিবার

সময় দ্রুত পার হয়ে যাচ্ছে হামজা চৌধুরী এখন বাংলাদেশে আসার জন্য প্রস্তুত। সব কিছু ঠিক থাকলে, ১৬ মার্চ যুক্তরাজ্যের স্থানীয় সময় দুপুরে শেফিল্ড ওয়েডনেসডের সঙ্গে ম্যাচ খেলার পর, সেই রাতেই সিলেটের উদ্দেশে রওনা দেবেন তিনি। ১৭ মার্চ বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।

আগে হামজা বাংলাদেশে এসেছিলেন, তবে এবারের সফর বিশেষ। এবার তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্য হিসেবে দেশে আসছেন। এই স্মরণীয় সফরে হামজার সঙ্গী হবেন জন। তাঁর সঙ্গে আসছেন মা, স্ত্রী, তিন সন্তান এবং দুই ভাই। হামজার বাবা ইতিমধ্যে বাংলাদেশে আছেন। হামজার ইচ্ছা, বাংলাদেশের জার্সিতে তাঁর অভিষেক ম্যাচটি যেন পরিবারসহ মাঠে বসে দেখেন। ২৫ মার্চ শিলংয়ের জহরলাল নেহরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই ম্যাচে খেলবেন তিনি।

হামজার অভিষেক দেখার জন্য পরিবারের সদস্যরা যুক্তরাজ্য থেকে আসলেও, সিলেট থেকে কয়েকজন তার সঙ্গী হতে পারেন। তবে ইংল্যান্ড থেকে ফিজিও আনার বিষয়ে যে খবর প্রকাশিত হয়েছিল, তা বাফুফে সহসভাপতি ফাহাদ করিম নিশ্চিত করেছেন যে তা সঠিক নয়।

১৭ মার্চ সিলেটে পৌঁছে হামজা সরাসরি হবিগঞ্জে তার গ্রামের বাড়ি যাবেন। তিনি বর্তমানে প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটি থেকে চ্যাম্পিয়নশিপ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলছেন। ১৮ মার্চ তিনি সিলেটে থাকবেন, তবে ১৮ অথবা ১৯ মার্চ ঢাকায় চলে আসতে পারেন।

২০ মার্চ বাংলাদেশ দল শিলংয়ের উদ্দেশে রওনা হবে। তবে হামজার জন্য আপাতত কোনো সংবর্ধনা আয়োজন সম্ভব হচ্ছে না, কারণ সময় কম রয়েছে।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments