চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠার পর লা লিগার কঠিন চ্যালেঞ্জের সামনে বার্সেলোনা।
রোববার আতলেতিকো মাদ্রিদের মাঠে শীর্ষস্থান ধরে রাখার গুরুত্বপূর্ণ লড়াইয়ে নামবে হান্সি ফ্লিকের দল।
গত দুই দেখায় জয়হীন বার্সেলোনা
এই মৌসুমে আতলেতিকোর বিপক্ষে দুই ম্যাচেই শেষ মুহূর্তে ম্যাচ হাতছাড়া করেছে বার্সেলোনা।
- লা লিগায়: নিজেদের মাঠে প্রথমার্ধে এগিয়ে থেকেও ৯৬তম মিনিটে সরলথের গোলে ২-১ এ হার।
- কোপা দেল রে: ৪-২ ব্যবধানে এগিয়ে থেকেও ৯৩তম মিনিটে সমতা ফেরায় আতলেতিকো (৪-৪)।
মনোযোগ ধরে রাখাই চ্যালেঞ্জ – ফ্লিক
এবার আতলেতিকোর মাঠে খেলতে হবে, যা আরও কঠিন চ্যালেঞ্জ। বার্সা কোচ ফ্লিকের কড়া বার্তা – ভুল করা চলবে না! “আমরা দুর্দান্ত দুটি ম্যাচ খেলেছি, কিন্তু মনোযোগ ধরে রাখতে পারিনি। আতলেতিকো সুযোগ নিতেই ভুল করেনি। এবার আমাদের সেই ভুলের পুনরাবৃত্তি করা যাবে না।”
শীর্ষে থাকতে জয়ের বিকল্প নেই
এই মুহূর্তে ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা।
- সমান পয়েন্টে রিয়াল মাদ্রিদ দুইয়ে, তবে এক ম্যাচ বেশি খেলেছে।
- ৫৬ পয়েন্ট নিয়ে আতলেতিকো তিন নম্বরে।
এই ম্যাচের ফল শিরোপা দৌড়ে বড় প্রভাব ফেলতে পারে।