প্রথম ম্যাচের তুলনায় পাকিস্তান অবশ্যই ভালো খেলেছে, তবে ফলাফল বদলায়নি। প্রথম ম্যাচে মাত্র ৯১ রানে অলআউট হওয়া দলটি এবার বৃষ্টিবিঘ্নিত ১৫ ওভারের ম্যাচে ১৩৫ রান করলেও, সেটি যথেষ্ট হয়নি। নিউজিল্যান্ড ১১ বল হাতে রেখেই ৫ উইকেটে ম্যাচ জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল।
অ্যালেন-সাইফার্টের বিধ্বংসী সূচনা
লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড শুরুতে কোনো রান নিতে পারেনি, কিন্তু পরের ১২ বলে মেরেছে ৭টি ছক্কা! মাত্র ২২ বলে ৪৫ রান করেন টিম সাইফার্ট, আর ১৬ বলে ৩৮ রান করেন ফিন অ্যালেন। দুজনই হাঁকান ৫টি করে ছক্কা।
অ্যালেন এই মাঠে টি-টোয়েন্টিতে ১২৫ বল খেলেই ৩১টি ছক্কা মেরেছেন! পাকিস্তানের বিপক্ষে এই ভেন্যুতে ৭৮ বলে ২১টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এই বিধ্বংসী শুরুর পর ম্যাচ সহজেই জিতে নেয় নিউজিল্যান্ড।
সালমান-শাদাবের ব্যাটে লড়াই পাকিস্তানের
টসে হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের শুরুর ব্যাটিং ব্যর্থতাই আবারও তাদের পিছিয়ে দেয়। ১৯ রানেই দুই ওপেনার হাসান নওয়াজ ও মোহাম্মদ হারিস ফিরে যান। তবে অধিনায়ক সালমান আগার ২৮ বলে ৪৬ ও শাদাব খানের ১৪ বলে ২৬ রান দলকে ভদ্রস্থ সংগ্রহ এনে দেয়।
কিন্তু নিউজিল্যান্ডের মারকুটে ব্যাটিংয়ের সামনে সেই সংগ্রহও যথেষ্ট হয়নি। সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ৫ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা।