সিপিএলে আবারও খেলার সম্ভাবনা তানজিম হাসান সাকিবের! জাতীয় দলের ব্যস্ততা না থাকলে গায়ানার হয়েই মাঠে নামবেন টাইগার পেসার।
গত বছর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিব। এবারও দলটির হয়ে খেলার সম্ভাবনা রয়েছে তার। যদি জাতীয় দলের ব্যস্ততা না থাকে, তাহলে আবারও সিপিএলে দেখা যেতে পারে এই তরুণ পেসারকে।
গায়ানার হয়েই বাজিমাত করেছিলেন তানজিম
২০২৩ সালে গ্লোবাল সুপার লিগে গায়ানার জার্সিতে প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পান তানজিম। সুযোগ পেয়েই নিজের সামর্থ্যের প্রমাণ দেন। প্রথম ম্যাচেই দুই উইকেট, এরপর আরও দুটি ম্যাচে একটি করে উইকেট নেন তিনি। শেষ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে তুলে নেন আরও দুটি উইকেট। সব মিলিয়ে তার পারফরম্যান্স বেশ নজর কাড়ে।
একটি সাক্ষাৎকারে তানজিম নিজেই জানিয়েছেন, গায়ানার পক্ষ থেকে আগ্রহ রয়েছে তাকে দলে নেওয়ার। “গত বছর গায়ানা ওয়ারিয়র্সের হয়ে খেলেছি। তারা এখনো আমাকে নিয়ে আগ্রহী। যদি জাতীয় দলে ব্যস্ততা না থাকে, আমি আবারও গায়ানার হয়ে খেলব। আমি তাদের এ বিষয়ে নিশ্চিতও করেছি।”
ইংল্যান্ডের কাউন্টিতে খেলার স্বপ্ন
সিপিএলের পাশাপাশি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটেও খেলার ইচ্ছে প্রকাশ করেছেন তানজিম। যদিও এখন পর্যন্ত সেখান থেকে কোনো প্রস্তাব পাননি তিনি। “কাউন্টি ক্রিকেটে খেলার অভিজ্ঞতা অনন্য। একজন বোলার হিসেবে সেখানে খেলে স্কিল উন্নত করা ও নতুন কৌশল শেখা যায়। ভবিষ্যতে সুযোগ পেলে অবশ্যই খেলতে চাই।”
সিপিএল ও গ্লোবাল সুপার লিগের সূচি
এবারের গ্লোবাল সুপার লিগ অনুষ্ঠিত হবে ৮-১৮ জুলাই পর্যন্ত, গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। আর সিপিএলের নতুন আসর মাঠে গড়াবে ১৪ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। তানজিম কি এবারও গায়ানার জার্সিতে নজর কাড়তে পারবেন? সেটাই এখন দেখার বিষয়!