দরিভাল জুনিয়রের অধীনে এখনও প্রতিষ্ঠিত রূপ খুঁজে ফিরছে ব্রাজিল। কোপা আমেরিকার দুই ফাইনালিস্ট কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে কঠিন লড়াইয়ের আগে আত্মবিশ্বাসী হলেও সতর্ক সেলেসাও কোচ। তার বিশ্বাস, দলের উন্নতির ধারা বজায় থাকবে।
টানা দুই বড় পরীক্ষার মুখোমুখি ব্রাজিল
বাংলাদেশ সময় শুক্রবার সকালে কলম্বিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর পাঁচদিন পর প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। কোচ দরিভাল মনে করেন, দুটি ম্যাচই হবে বড় চ্যালেঞ্জ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন—”আশা করি, আমরা উন্নতির ধারা ধরে রাখব। এই প্রতিযোগিতায় দল আত্মবিশ্বাস অর্জন করতে শুরু করেছে। কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে আমাদের বিশেষ সতর্ক থাকতে হবে।”
প্রথম চ্যালেঞ্জ: শক্তিশালী কলম্বিয়া
দরিভাল আপাতত কলম্বিয়া ম্যাচকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। গত কোপা আমেরিকায় রানার্সআপ হওয়া দলটি ব্রাজিলের জন্য কঠিন প্রতিপক্ষ হতে পারে বলে মনে করেন তিনি।
“তারা ঐতিহ্যবাহী দল, যারা খুবই ধারাবাহিক। তাদের দলে বেশ কয়েকজন রোমাঞ্চকর খেলোয়াড় আছে, যারা বিশ্বের বিভিন্ন লিগে খেলে।”
গ্যালারি থাকবে পূর্ণ, আশা দরিভালের
ব্রাজিলের সমর্থন নিয়ে আত্মবিশ্বাসী কোচ দরিভাল। ভক্তদের সামনে দারুণ কিছু উপহার দিতে চান তিনি।
“ভক্তদের উপস্থিতিতে গারিঞ্চার গ্যালারি পূর্ণ থাকবে। আমরা শক্তিশালী দলের বিপক্ষে ভালো একটা ম্যাচ খেলতে চাই। কোনো সন্দেহ নেই, ব্রাজিল ভালো কিছু উপহার দেবে।”