সৌদি আরবে ১২ দিনের ক্যাম্প শেষে মঙ্গলবার দেশে ফিরেছিল বাংলাদেশ ফুটবল দল। আশা করা হয়েছিল, কোচ হাভিয়ের কাবরেরা ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন। কিন্তু বাস্তবে তা হয়নি!
বাফুফে সূত্রে জানা গেছে, কোচ কাবরেরা বুধবার কিংস অ্যারেনায় অনুশীলন শেষ হওয়া পর্যন্ত সময় চেয়েছিলেন স্কোয়াড চূড়ান্ত করতে। তবে সেই সময়ও পেরিয়ে গেছে, তবুও ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করতে পারেননি তিনি। বরং তিনজন ফুটবলারকে রেখে ২৪ জনের স্কোয়াড নিয়েই ভারত সফরে গেছেন!
কে বাদ পড়লেন, কে রইলেন?
ভারত সফরের দলে জায়গা হয়নি ফরোয়ার্ড আরিফ হোসেন, পিয়াস আহমেদ ও ডিফেন্ডার তাজ উদ্দিনের। ফলে ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে অংশ নিতে ২৪ সদস্যের দল নিয়েই দেশ ছেড়েছেন কোচ কাবরেরা।
ভারত সফরের বাংলাদেশ দল:
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ
ডিফেন্ডার: শাকিল আহাদ, রহমত মিয়া, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, ঈসা ফয়সাল, শাকিল হোসেন
মিডফিল্ডার: চন্দন রায়, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, মজিবুর রহমান জনি, সৈয়দ শাহ কাজেম কিরমানি, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী
ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, শাহরিয়ার ইমন, আল আমিন, রাকিব হোসেন
ফটোসেশন, কিন্তু স্কোয়াড চূড়ান্ত নয়!
জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াড সাধারণত আনুষ্ঠানিক ফটোসেশনের পরেই ঘোষণা করা হয়। কিন্তু এবার তার ব্যতিক্রম ঘটেছে। গতকাল হোটেল ইন্টারকন্টিনেন্টালে ২৭ ফুটবলার ও ১০ জন কোচিং স্টাফসহ ৩৭ জনের ফটোসেশন সম্পন্ন হয়েছে। অথচ, ম্যাচের পাঁচ দিন আগেও কাবরেরা ২৩ সদস্যের তালিকা চূড়ান্ত করতে পারেননি!
কাবরেরার পুরনো বিতর্কিত সিদ্ধান্ত
এটা প্রথমবার নয়, এর আগেও চূড়ান্ত দল ঘোষণায় অনিশ্চয়তা সৃষ্টি করেছেন কাবরেরা। একটি আন্তর্জাতিক ম্যাচের জন্য প্রয়োজনীয় ২৩ জনের তালিকা নির্ধারিত সময়ে জমা দিতে পারেননি তিনি, যা বাফুফের অভ্যন্তরে বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল।
এবারও ভারত ম্যাচের আগে একাধিক বিতর্কে জড়িয়েছেন স্প্যানিশ এই কোচ। প্রথমত, ফেব্রুয়ারিতে ৩৮ জনের প্রাথমিক দল ঘোষণা করলেও অনুশীলন না দেখেই ৮ জনকে বাদ দিয়েছেন তিনি। দ্বিতীয়ত, দল চূড়ান্ত করার আগেই একক সিদ্ধান্তে বাদ দিয়েছেন ফাহামিদুল ইসলামকে। তৃতীয়ত, স্কোয়াড চূড়ান্ত না করেই ফটোসেশন সেরে নিয়েছেন।
এখন প্রশ্ন থেকেই যায়— ম্যাচের আগের দিন কি শেষ পর্যন্ত ২৪ জন থেকে ২৩ জন নির্ধারণ করতে পারবেন কাবরেরা? নাকি আরও একবার বিতর্কে পড়বে বাংলাদেশ ফুটবল দল?