পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পেসার ইহসানউল্লাহ। গতকাল অনুষ্ঠিত পিএসএল ড্রাফটে কোনো ফ্র্যাঞ্চাইজিই তাকে অন্তর্ভুক্ত না করায় তিনি নিজের সিদ্ধান্ত ঘোষণা করেন।
পিএসএলের অষ্টম আসরে ১২ ম্যাচে ২২ উইকেট নেওয়া ইহসানউল্লাহ গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে কনুইয়ে আঘাত পান, যা তাকে ক্রিকেট থেকে কিছুটা দূরে রাখে। এরপর সাম্প্রতিক সময়ে তিনি চ্যাম্পিয়ন্স টি-টোয়েন্টি কাপে চার ম্যাচে দুটি উইকেট নিয়েছিলেন।
অবসর নেয়ার সময় ইহসানউল্লাহ বলেন, “আমার অতীত পারফরম্যান্স থাকা সত্ত্বেও আমাকে উপেক্ষা করা হয়েছে। কোনো ফ্র্যাঞ্চাইজি আমার সাথে যোগাযোগ করেনি। আমি পিএসএল থেকে অবসর নিয়েছি এবং আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে চাই না। এখন আমার লক্ষ্য হলো ঘরোয়া ক্রিকেটের মাধ্যমে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা।”
পিএসএল ছাড়লেও ইহসানউল্লাহ আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের হয়ে খেলার আশা ব্যক্ত করেছেন। তিনি জানান, “আমার লক্ষ্য হলো ১৫০-১৬০ কিমি গতিতে বল করা, যারা আমাকে ১৩০-১৩৫ গতির বোলার মনে করে তাদের আমি দেখিয়ে দেব। ইনজুরির পর আরও ভালো করতে পারব।”