চলতি সপ্তাহে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে বিসিবি। তবে জায়গা হয়নি লিটন দাসের। সাদা বলে ধারাবাহিক ব্যর্থতার কারণ দেখিয়ে দল থেকে বাদ পড়েছেন টাইগার ওপেনার। তবে দল থেকে বাদ পড়ার পরই বিপিএলে ঝোড়ো এক সেঞ্চুরি হাঁকান লিটন, যা নিয়ে চলছে আলোচনা।
এবার লিটন প্রসঙ্গে মুখ খুলেছেন জাতীয় দলের আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। আজ (বুধবার) চট্টগ্রামে ঢাকা ক্যাপিটালসের হয়ে গণমাধ্যমের সামনে তামিম বলেন, ‘ভালো না খেললে আমাদের বাদ পড়তে হবে। এটা মেনে নিতে হবে। দাদা (লিটন) কেমন ব্যাটার, সেটা সবাই জানে। আমি নিজেও উনার বড় ভক্ত। উনি দলে নেই, এতে আমারও খারাপ লাগছে।’
তামিম আরও বলেন, ‘উনার আত্মবিশ্বাস ফিরছে, শেষ দুটি ম্যাচেই সেটা প্রমাণিত। আশা করি সামনের ম্যাচগুলোতে উনি আরও ভালো করবেন। উনার ব্যাটিং খুব উপভোগ করি, চোখ জুড়ানো শটগুলো দেখলে মুগ্ধ হতে হয়।’
নিজ দলের পারফরম্যান্স নিয়ে তামিম বলেন, ‘আগামী পাঁচটি ম্যাচ আমাদের জন্য ডু অর ডাই। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। প্রতিটি ম্যাচে সফল হলে এখান থেকে ভালো কিছু করা সম্ভব।’