Monday, April 7, 2025
spot_img
হোমক্রিকেটবরিশালের সহজ জয়, ঢাকার আবার হতাশার ধারাবাহিকতা

বরিশালের সহজ জয়, ঢাকার আবার হতাশার ধারাবাহিকতা

প্রথম ইনিংসেই প্রায় নির্ধারণ হয়ে গিয়েছিল ম্যাচের ভাগ্য। ঢাকা ক্যাপিটালস মাত্র ১৩৮ রানে থেমে গেলে তামিম ইকবালের ফরচুন বরিশালের শক্তিশালী ব্যাটিং লাইনআপের সামনে তা যথেষ্ট ছিল না।

১৩৯ রানের লক্ষ্য বরিশাল ২৪ বল হাতে রেখেই পার করে দেয়। তামিম ইকবাল (৬১) ও ডেভিড ম্যালানের (৫৪*) ৮০ বলে ১১৭ রানের জুটি তাদের জয় নিশ্চিত করে। ৬ ম্যাচে বরিশালের এটি চতুর্থ জয়, অন্যদিকে ৮ ম্যাচে ঢাকার সপ্তম হার।

ঢাকার হয়ে ওপেনার তানজিদ হাসান (৬২) আবারও দলকে টেনেছেন। ২০টি ছক্কা ও ৩০৮ রানের সাথে টুর্নামেন্টের সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে আছেন এই তরুণ। তবে লিটনের (১৩) ব্যর্থতা আর বাকিদের সঙ্গত না পাওয়ায় ঢাকা বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়।

ঢাকার বোলাররা কিছুটা সুশৃঙ্খল থাকলেও তা যথেষ্ট হয়নি। ফরমানউল্লাহর শেষ মুহূর্তের ১৬ বলে ২২ রান তাদের সংগ্রহে খানিকটা প্রাণ যোগায়। কিন্তু ঢাকার বোলিং আর ব্যাটিং মিলিয়ে হতাশার চক্র কাটেনি।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments