Thursday, April 3, 2025
spot_img
হোমফুটবলরোনালদোর জোড়া গোল, ছুঁলেন নতুন মাইলফলক

রোনালদোর জোড়া গোল, ছুঁলেন নতুন মাইলফলক

আল নাস্‌রের জার্সিতে এক ম্যাচ বিরতির পর আবারও গোলের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে মঙ্গলবার আল খালিজের বিপক্ষে জোড়া গোল করে দলের ৩-১ গোলের জয়ে বড় অবদান রাখেন এই পর্তুগিজ সুপারস্টার।

৬৫তম মিনিটে সতীর্থের ব্যাকহিল পাস থেকে নিচু শটে গোল করে রোনালদো ছুঁলেন একটি উল্লেখযোগ্য মাইলফলক। আল নাস্‌রের হয়ে তার গোল ও অ্যাসিস্টের সংখ্যা দাঁড়াল ১০০।

৮০তম মিনিটে আল খালিজ পেনাল্টি থেকে সমতা ফেরালেও, পরের মিনিটেই সুলতান আল-ঘানামের গোলে ফের এগিয়ে যায় আল নাস্‌র। যোগ করা সময়ের শেষ মুহূর্তে রোনালদো নিজের দ্বিতীয় গোলটি করেন, সতীর্থের পাস থেকে সহজ ফিনিশে।

৯২ ম্যাচে রোনালদোর গোল সংখ্যা দাঁড়িয়েছে ৮৩। এছাড়া ১৮টি অ্যাসিস্টও করেছেন তিনি। তার ক্যারিয়ার গোল সংখ্যা এখন ৯১৯, আর ৮১টি গোল করলেই তিনি পৌঁছে যাবেন হাজার গোলের মাইলফলকে।

এই মৌসুমে সৌদি প্রো লিগের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো, ১৫ ম্যাচে তার গোল ১৩টি। ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে রয়েছে আল নাস্‌র। শীর্ষে আছে আল হিলাল ৪৩ পয়েন্ট নিয়ে।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments